হাওায়াই মৃত্যু - ২

62 0 0
                                    


(২) 

তার পর শুভ একটু রুদ্রের দিকে চেপে চাপা গলায় বলল যে কে বা কারা তার বাবাকে হুমকি দিয়েছে, বলে পকেট থেকে একটা কাগজ বের করে ওর হাতে দিল। রুদ্র বলল কাগজ টা আমার কাছে থাক। শুভও ওকে দিয়ে দিল, বলল এখন থাক, ঘুমা।

শুভ চলে যাবার পর আমি রুদ্র কে বললাম আগে কন বললি না গোয়েন্দা গিরি করতে আসছিস। ও বলল আগে কি জানতাম। আমি হেসে বললাম ভাবছিলাম ভ্রমণ কাহিনী লিখব এখানে আসা নিয়ে, এখন মনে হচ্ছে গোয়েন্দা কাহিনী লিখতে হবে। লিখ না। আচ্ছা ওতে কি লেখা আছে। রুদ্র বলল যে দিয়েছে যথেষ্ট বুদ্ধিমান , হাতে না লিখে টাইপ করে দিয়েছে। লিখা আছে, "Do not try to change someone's fate, if you try to do so it can cause your death." এ আবার কেমন হুমকি রে বাবা, হুমকি তে আবার অন্যের ভাগ্য আসছে কোথা থেকে। আমিও তাই ভাবছি রে সহিন। তোর কি মনে হয়, কে দিয়েছে। আমি কি জ্যোতিষ এখনো তো কাওকে তেমন ভাবে চিনলামই না। কমি বা কি, তুই যদি ওর ছোট ভাই কে আগের থেকে না চিনে তার লেখালেখির অভ্যাস থাকতে পারে তা বলতে পারিস, তা এ আর এমন কি। রুদ্র কিছুটা বিরক্তি নিয়ে বলল ওইটা আর এটা এক না। আচ্ছা বাদ দে, তুই কি ভাবে বললি এটা। ওর হাতে কালির দাগ ছিল, বাম হাতে তা দেখে। ও বাম হাতি। খেয়াল করে দেখ তোর ডান হাতেও কালির দাগ আছে যা আমার নেই। আমি দেখলাম সত্যি তো। রুদ্র একটু রেগেই বলল প্রায় এগার টা বাজে, সারাদিন ধকল গেছে এখন ঘুমা।

সকাল আট টায় ঘুম ভাঙল, দেখি রুদ্র উঠে গেছে আরও আগে। সকালের ব্যায়াম করে গোসল ও সেরে নিয়েছে। ঢাকার তুলনায় গরম কিছুটা কম, তাই রাত্রে মশারী টাঙ্গানো থাকার পরেও ভালই ঘুম হয়েছে। আমিও গোসল সেরে নিলাম। শুভর সাথে নিজেদের ঘরেই নাশতা করলাম, তার পর ও কাজে চলে গেলে আমারা বাড়িটা একটু দেখতে লাগলাম।

বাড়ি টা ঘুরে মনে হোলো সত্যি দেখার মত, থামে, কাঠের দরজায় সুন্দর নকাশা, যদিও দেয়ালে বিভিন্ন জায়গায় রঙ উঠে গেছে। ঘুরে ঘুরে প্রমথের ঘরে এসে পরলাম। দেখলাম কলম নিয়ে লিখছে। আমারা ঘরে ঢুকতেই এদিকে ঘুরে বলল বসুন। আমারা খাতে বসলাম। ছিমছাম ঘর, একটা খাট, দুইটা বইয়ের র‍্যাক, একটা টেবিলে কম্পিউটার আর অন্যটা তে লেখা লেখির সরঞ্জাম। না-না বিসয়ে রুদ্র ওর সাথে কথা বলছিল। কিসে পড়ে জিজ্ঞাস করতে বলল বাংলা সাহিত্যে পড়ছে, দ্বিতীয় বর্ষ। রুদ্র, আমিও লেখা লিখি করি বলতেই, প্রমথ বলে উঠল, তা হলে তো ভালই হল। আমি জিজ্ঞাস কলাম কি লিখ, গল্প...। না, না, কবিতা লিখি আরকি। ওহ, বই বেড়িয়েছে নাকি? নাহ! এই দুই-একটা খবরের কাগজে বের হয়েছে। আচ্ছা, খুব ভাল, লেগে থাক। আসলে কোথায় ছাপল সেটা বড় কথা না, লেখার আনন্দ টাই বড়। তাই, সে জন্যই লিখি। ভাল, ভাল, অনেক বই আছে দেখছি। এ আর এমন কি, বাবার ঘরে আরও দেখবেন। রুদ্র একটু ঘর টা ঘুরে ঘুরে দেখছে, ও হঠাৎ বলে উঠল, "অনেক কলম আছে দেখছি, কালেক্ট কর নাকি।" উত্তরে প্রমথ বলল ঠিক ধরেছেন ঐ টা আমার সখ। রুদ্র বলে উঠল, ও, তোমার বাবার ঘর টা কোন দিকে? বেরিয়ে বামে, তিন নম্বর ঘর। ও আচ্ছা। আসি, বলে আমারা বেড়িয়ে গেলাম।

রুদ্রের গোয়েন্দাগিরিDonde viven las historias. Descúbrelo ahora