হাওায়াই মৃত্যু - ৩

48 0 0
                                    

 

(৩)  

সকালে ঘুম ভাঙে রুদ্রের ডাকে, ও গোসল করে তৈরি, ভাবছি আজকে শুভর সাথে আমরাও বেরবো। কিন্তু আমার উঠতে একটু বেশিয় দেরি হয়ে গেছে। আমি উঠে তৈরি হয়ে আমাদের নাশতা শেষে শুভ গেল ওর বাবার সাথে কি একটু কথা আছে তা বলতে। কিছুক্ষণ পরেই একটা চিৎকার শুনতে পেলাম বাবা বলে, তারা বাবুর ঘরের দিক থেকে আসছে। রুদ্র আর আমি দৌড়ে তারা বাবুর ঘরের দিকে গেলাম, দেখলাম অন্যরাও যাচ্ছে। গিয়ে প্রথমটায় কিছু বুঝতে পাড়ি নি, যখন বুঝলাম যে তারা বাবু মারা গেছেন তখন রুদ্র আর আমি দুজনই থ। রুদ্র কাছে গিয়ে নাড়ি টা এক বার দেখল তারপর বলল পুলিশ কে ফোন দিতে। তার পর ও আবার ডেড বডি টা দেখতে লাগল, এমন করে দেখছিল যেন মনে হয় ও এর আগেও অনেক বার দেখেছে। তারপর পুর ঘরটা দেখতে শুরু করল, ডাস্টবিন থেকে কি জানি তুলেও নিলো। পুলিশ কে কেন খবর দেয়া হবে, হবে কি হবে না এই নিয়ে তরক শুরু হোল। শুভ আর আমারা বলছি হবে কিন্তু তারা বাবুর স্ত্রী বলছে না, আর প্রমথ কোন কথা বলল না, মনে হোল ও খুব শক পেয়েছে। অবশেষে পুলিশ আসল, লাশ নিয়ে গেল। আমরা ওদের সান্ত্বনা দিতে চেষ্টা করলাম, যদিও তা বৃথা। সবাই চেয়ারে বসে আছে, কারো মুখে কোন কথা নেই, এমন কি চাকর গুলও চুপ হয়ে মাটিতে বসে আছে। শুভ উঠে গেল, বলল দাফনের ব্যবস্থা করতে হবে, আমরাও অর সাথে গেলাম। আসরের নামাজ শেষে দাফন দিয়ে আমরা ঘরে ফিরে আসলাম।

বিকাল টা কিভাবে কাটল টেরই পাই নি। যে সকল আত্মীয়রা লাশ দেখতে এসেছিল তারাও চলে যেতে শুরু করল। সন্ধ্যা বেলাই রাত্রের খাবার খেয়ে শুভ আর আমি আমার ঘরে ঢুকলাম। শুভ তার ডাইরি বের করে কি জানি লিখছে। আমি ওর পাশে বসে বলতে লাগলাম, কিরে কে খুন করতে পারে বলে মনে হয়? যে হুমকি দিছে সেই? তাহলে নিশ্চয় তুই জানিস কে? না, আমি কিছুই জানি না কেবল কয়েকটা প্রশ্ন ছাড়া। কি প্রশ্ন? বলছি শুন, যদি উত্তর দিতে পারিস।

১. হুমকি টা কেন দিয়েছে?

২. তারা বাবু ঐ দিন কার সাথে কথা বলছিল, কি নিয়ে? কি আগের টা বাদ? ঠকানোর কথা কেন বলছিল?

৩. খুনের দিন রাত্রে ডাক্তার বাবু কি চাইছিল? কেনই বা তারা বাবু সেটা দিবেন না?

রুদ্রের গোয়েন্দাগিরিDove le storie prendono vita. Scoprilo ora