মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে থাকার মধ্যে ক্লান্তিহীন আনন্দ আছে।রাত মানুষের মুখশগুলোকে এক এক করে সরিয়ে দেয়। মানুষের চোখের সামনে ফুটিয়ে তোলে দিনের আলোতে অদৃশ্য ও অপ্রকাশ্য বিষয়গুলো।
জীবনে প্রথম ঘাসের ওপর চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি।চিরকাল মায়ের আদরে উষ্ণতায় ঘুমানো আমার জন্য অভিজ্ঞতাটা একেবারে নতুন, খানিকটা অদ্ভুত কিন্তু অনেক সুন্দর। আমি দৃঢ় সংকল্প আমি ফিরে যাবো না। না।
আমি,
অসীম আকাশ নীলক্ষার নীলিমায়,
হারাতে চাই না আপণারে
বরং,জ্বলিতে চাই ধ্রুবতারা, আপণ আলোয়
আপণ আলয়ে আপনারে বদ্ধ না রাখি
ছড়াতে চাই,হৃদয়ের বিচ্ছুরনশীল মুগ্ধতায়।
যা কিছু শুদ্ধ-পরিশীলত জানি
প্রকাশিত হোক সকলি আমারি ছোঁয়ায়
উত্তাল হাওয়ার অশান্ত ঝড়ে
শান্তির পরশ নামুক আমার প্রার্থনায়
বর্ষনের ফোটার মতো ঝরি
উষর-ধূসর মরুতে,তৃষ্ণার্ত পথিকের নির্জলতায়।
আমি,
অশান্ত ধরায়, কৃত্রিমতার পসরায়
বিলাতে দেব না নিজেরে
বরং,ফুটাবো একটি কলি পৃথিবীর পুষ্পহীনতায়।
আপণ চিত্তটারে অন্ধ না রাখি,রিক্ত না রাখি
জাগাতে চাই, জগতের অনন্ত ব্যস্ততায়।
না হোক সকলেরই,
তোমার মতো কারো প্রাণচ্ছ্বলতায়
মিশে যেতে পারি যদি
হৃদয়ের স্নিগ্ধ সিক্ততায়,
এ মনে ইচ্ছে ভীষণ মিশে যাব মহৎ আত্মায়
আত্মার অস্তিত্ব জাগুক জগতের বিস্তীর্নতায়।কারোর উপর কোনো অভিমান নেই রাগ তো দূরের কথা....আজ থেকে আমার আমি হয়ে ওঠার যাত্রাশুরু।