কোথায় যাব?

33 1 0
                                    

দু:স্বপ্ন না শুধু একটা স্বপ্ন ছিল। নাকি নিজেই নিজের সাথে বলছিলাম কথাগুলো। সে যাক গে। একটা রাত ঘাসের ওপর কাটিয়ে দেওয়া মন্দ ছিল না, বেশ আরামেই কাটিয়ে দিয়েছি।কিন্তু এখন! এখন! এখন! কোথায় যাব?
পৃথিবী!!!
তুমি কি আমার ছোট ছোট অভিমানগুলো কখনো বুঝবে না, আমার ভালো লাগা খারাপ লাগা তার কোনটারই মূল্য নেই তোমার কাছে! ঠিক আছে এই জগতটা ছোট হতে পারে,কেউ কেউ পুরো পৃথিবীটাকে নিজের হাতের তলুতে রাখতে পারে বলেও শুনেছি,কিন্তু, আমার মতো একটা ছোট্ট মানুষের জন্য অনেক বড়....
মানব জনমের এ আদিম স্রোত সবাইকে ভাসিয়ে রাখে
মৃত্যুর বন্দরে পৌছানো পর্যন্ত
তোমাকে কোন দোষ দেওয়ার নেই
আসলে কাউকেই দোষ দেওয়ার নেই
মহান সৃষ্টিককর্তাকেও দোষ দেওয়ার কোন মানে হয় না
শুধু তোমরা ভালো থেকো.. অনেক ভালো থেকো। না হয় সেটাই আমার ভালো থাকা।

দূরত্বের সীমারেখাটা বাড়তে বাড়তে এখন দিগন্তের সীমাটা ছাড়িয়ে যাচ্ছি, যদি তাতেও কেউ বুঝতে না পারে
মুখচোরা আমি কখনোই বলতে যাবো না
সীমারেখাটাকে বলি আর একটু বাড়তে দাও
ধীরে ধীরে পুরো পৃথিবীটার পরিধিকে গ্রাস করতে দাও
যদি পৃথিবীতে আমার অস্তিত্বকে অযাচিত মনে হয়
বের করে দাও দাও পৃথিবী থেকে
আমি নি:শব্দে চলে যাবো
তোমাদের পৃথিবীতে আমার নি:শ্বাসকেও বিষাক্ত মনে হয়, আমার শুভকামনাগুলোও যেন অভিশাপের কাটা হয়ে বিধে যায়
এতটাই অপয়া আমি!!
ঠিক আছে আজ থেকে নিজের নামে আর কোন প্রার্থনা নেই....

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Jul 25, 2018 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

আমি Donde viven las historias. Descúbrelo ahora