বিধাতা গ্রহণ করেন নি আমার প্রার্থনা।
বিধাতা মার্জনা করেন নি আমার পাপ!
আমার অনুতাপ..
আমার সন্তাপ!
বিধাতা ক্ষমা করেন নি আমার অপরাধ!
বরং, আমি তো বর পেয়েছি-
জ্বালাময় অগ্নি-উত্তাপে পুড়ে
গলিত স্বর্ণে রূপান্তরিত হওয়ার।
তাই, বিধাতা শাপে বর দিলেন,
এ গ্রহে নারী হয়ে জন্ম নেওয়ার।
আমি নারী।
কখনও রত্ন অমূল্য!
কখনও গৃহের শোভাবর্ধক,
কখন পণ্য।
আমি ভুল,
আমি কান্না,
বিনোদন বলেই আমি গণ্য।
আমার শিক্ষা, সংস্কৃতি, অভিরুচি মেয়েলি।
কাঁদলে আমি ছিঁচকাঁদুনে!
না কাঁদলে পাষাণী!
হাসলে উদ্ধত!
আমার মতন কারো হতে নেই।
হলেই তিক্তবাণী!
আমার জন্মে নামে আঁধার, আসন্ন বিপদ!
আমার জন্মে আজান দিতে অনীহা...
আমার জন্মে শাঁখ বাজানো নিষেধ।
আমি অপবিত্র,
আমি আশ্রিতা,
আমি অবলা!
আমি নিষিদ্ধ,