৪ টি বইয়ের কম্বো

427 11 0
                                    

#লাভটিক্স

নীরু যে কত অসাধারণ মেয়ে তা আমি বুঝতে চেষ্টা করিনি। তুমি করবে। আমার অভাব অনটন ছিল রকিবুল, আমি তাই নীরুর জন্য ভালোবাসায় কাতর হতে পারিনি। তোমার অভাব অনটন নেই, তুমি তাঁর জন্য ভালোবাসায় কাতর হবে।

#ওই_চাঁদ_তোমার_আমার

আমি গ্ল্যামার ওয়ার্ল্ডে বাস করা মানুষ, বাবা। চারপাশে সারাক্ষণ জাঁকজমক আমার। সৌন্দর্য্য দেখে কাবু হয়ে যাবার মত সহজ ছেলে যে আমি নই, সেটা তুমি জানো বাবা। আমাকে যেটা কাবু করে সেটা হচ্ছে স্নেহ-মমতা। কিন্তু... কিন্তু এই প্রথম কারো মুখের দিকে তাঁকিয়ে আমি একদম কাবু হয়ে গেছি বাবা। সেই মুখটা বার বার দেখতে ইচ্ছে করছে, অনেকবার করে। আয়নায় নিজের মুখ দেখতে গেলে সেই মুখটা দেখতে পাচ্ছি। কি যে অস্থির অবস্থা! এই রকম অস্থিরতা নিয়ে কি থাকা যায় বলো, বাবা?

#নিতুর_মাহবুব_ভাই

-ভালো জিনিস শেখাটা জরুরি মাহবুব ভাই, কার কাছে শিখছেন সেটা জরুরি নয়।
-আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস?
-আপনাকে তো আমি অনেক কিছু ফেরত দিতে চাই। দেওয়া হয় কই?

#প্রণয়নামচা

---তুই রাতে আবার ড্রিংক করেছিস?
---একটু করেছি। 
---ঘরের কি হাল করেছিস বলতো? সারা মেঝেতে চিপস! ডাস্ট বাস্কেটে রিমোট কন্ট্রোল! এগুলো কি? সস?   
---পায়ে ধরছি ভাইয়া চেঁচাবি না। মা এক্ষুনি শুনে ফেলবে।
নজরুল চুপচাপ ঘর পরিষ্কার করতে লাগলো।
---তোকে কতবার করে বলেছি ফজু ড্রিংক করবি না। এতে ব্রেনের ক্ষতি হয়। তুই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করছিস। সারাক্ষণ তোকে ডিজাইন নিয়ে ভাবতে হয়।  ব্রেনে চাপ পড়লে কাজ করতে কত সমস্যা জানিস?      
---দুয়েকটা বিয়ার খাওয়াকে ব্রেন নষ্ট করে দেওয়া  ড্রিংক বলে না ভাইয়া। 
---অবশ্যই বলে। পৃথিবীতে লেবুর শরবত বাদে যা আছে সবকিছুই মদ। আমের রসেও নেশা হয়। কাঁঠালের রসেও নেশা হয়।  

#তৃধা_আনিকা

৪ টি বই একত্রে পাচ্ছেন সব খরচসহ ৯৫০ টাকায়। চাইলে আলাদাভাবেও নিতে পারেন। 

অর্ডার করতে যোগাযোগ করুন নিম্নোক্ত পেইজে
https://www.facebook.com/thechapakhana/

বইয়ের প্রোমোDonde viven las historias. Descúbrelo ahora