বাংলা আমাদের মাতৃভাষা। ছোটবেলা থেকে মায়ের মুখ থেকে বাংলা শুনতে শুনতে কখন যে ভাষাটা শিখে ফেলি তা হয়ত আমরা কেউই খেয়াল করি না। কিন্তু এই ভাষাটাই হয়ে ওঠে আমাদের নিত্যদিনের সঙ্গী।ছোটবেলায় মা-বাবা কিংবা দাদা-দাদির কাছে গল্প শুনতে শুনতে হয়ত আমরা অনেকেই গল্প কিংবা কবিতা লেখার চেষ্টা করেছি। হয়ত অনেকের কাছে প্রশংসাও পেয়েছি। তারপর আমাদের সমাজের চোখে পড়ালেখার মত গুরুত্বপূর্ণ কাজকে সুচারুরূপে সম্পন্ন করতে ছেড়ে দিয়েছি একটি অসাধারণ প্রতিভা। আবার অনেকে হয়তো অনেক বাধার মধ্য দিয়েও ধরে রেখেছি এই প্রতিভাটি। হ্যাঁ, এমন অনেকেই আছে।
আমরা আশায় থাকি হয়ত আমাদের এই সমাজটা পরিবর্তন হবে, গুরুত্ব দিবে এই অনন্য প্রতিভাকে, পড়ালেখা নামের অন্ধ জালটা ছিড়ে যাবে, হয়ত একদিন আসবে।
আমাদের এই এত কথা বলার একটাই উদ্দেশ্য হলো যাই হোক না কেন কখনো কেউ যদি এই অমূল্য প্রতিভার অধিকারী হয়ে থাকো , তাহলে তা ছেড়ে দিও না। বরং ধরে রাখো। একদিন না একদিন সফল হবেই। কেননা কোনো চেষ্টাই কখনো বৃথা যায় না।
YOU ARE READING
Awards For Bengali Talents 2020
Non-Fiction[Open ✔︎] [Need Participants] [Judging] [Closed❎] হুই হুই হুই...... 'Awards For Bengali Talents' এ সবাইকে স্বাগতম। বেঙ্গলি টালেন্টস? হ্যাঁ... ঠিক ধরেছেন। এটা শুধুমাত্র বেঙ্গলি লেখকদের জন্য। ইংরেজি তে তো কত কনটেস্ট ই হয়। এটা না হয় বাঙালি লেখকদের জন্...