নাতাশাদের বারান্দাটা খুব অদ্ভুত ধরণের।বারান্দায় কোনো দরজা নেই। আছে বড় একটা দেয়াল আর তার উপরে মাঝারি ফাঁকবিশিষ্ট একটি জানালা।যে ফাঁক দিয়ে হালকা গঠনের মানুষ যাতায়াত করতে পারে।
নাতাশা হালকা গঠনের বিধায় তার জন্য যাতায়াত করা সহজ।যাইহোক, সে বারান্দায় গেল।তোয়ালে নিতে গিয়ে দেখল,বাইরে খুব বৃষ্টি হচ্ছে।রাস্তায় একটা মানুষও নেই।
হঠাৎ তার চোখে পড়ল,একটা ছেলে রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে ভিজছে।এক লোক ঐ ছেলেটাকে উদ্দেশ্য করে বলল,"এই যে ছেলে,এই বৃষ্টি ভালো না।ঘরে যাও।"
তবুও ছেলেটির নড়ার কোনো নামগন্ধ নেই। নাতাশা ভাবল,আমি একবার বলে দেখি কিছু হয় কিনা।তাই সে চিৎকার করে বলল,
"এই ছেলে,বৃষ্টিতে ভিজছ কেন?শরীর খারাপ করবে।তাড়াতাড়ি বাসায় যাও।"
দোতলা থেকে রাস্তায় নাতাশার কথাটা স্পষ্ট শুনা গেল।তবুও ছেলেটির কোনো খবর নেই।
হতাশ হয়ে নাতাশা গোসল করার জন্য রওনা দেয়।
YOU ARE READING
বিভীষিকা(Horror story)
Horrorএকটা মেয়ে,নাম নাতাশা।বারান্দায় গিয়ে দেখল একটি ভয়ঙ্কর দৃশ্য,যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি দেখল সে???????