পর্ব-৩

62 9 2
                                    

দুপুর গড়িয়ে বিকেল প্রায়।দেয়াল টপকে জানালা পার হতে চেষ্টা করে নাতাশা।
কিন্তু কি আশ্চর্য,সে জানালা দিয়ে পার হতে পারছে না!
কয়েকবার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে সে বারান্দায় বসে পড়ল।
নাতাশা ভাবতে লাগল,সে কি এখানে বন্দি থাকবে?এই বদ্ধ বারান্দায় মারা যাবে?
আবার সে ভাবতে লাগল,নাহ,সে পারবে।হয়তো ক্লান্ত বিধায় পারছে না। আরেকবার চেষ্টা করলে ঠিক পারবে।

নাতাশা রাস্তায় থাকা ছেলেটা আছে কিনা দেখার জন্য বাইরে তাকালো। তাকানো মাত্রই সে চমকে উঠল।
দেখল,ছেলেটির চোখ দুটো টকটকে লাল।সেখানে নেই চোখেরমণি।আর বাতাসহীন রাস্তায় তার চুলগুলো উড়ছে।

নাতাশা ভয়ে আবার দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করল।আশ্চর্য, যেখানে একটু আগে সে বারবার ব্যর্থ হয়েছিল,সেখানে এখন একবার চেষ্টা করতেই দেয়াল টপকে রুমে যেতে পারল।

বিভীষিকা(Horror story)Donde viven las historias. Descúbrelo ahora