সাঁওতাল পরগনার এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়াতে আসে রথীজিৎ ও তার স্ত্রী গার্গী। জায়গাটা সুন্দর, তার উপর ওদের রিসর্ট'টাও বেশ ভাল। তবুও যেন গার্গীর বুকের মধ্যে এক অজানা অস্বস্তি ঘুরপাক খেতে থাকে। রিসর্টের কর্মচারী বিভাসের অসংলগ্ন কথাবার্তা যেন গার্গীর মনের ভয়টা চতুর্গুণ উস্কে দেয়। কীসের থেকে সাবধান থাকতে বলে গেল বিভাস? গার্গী আর রথীজিৎ কি আদৌ পারবে সেই পৈশাচিক সত্তার গ্রাস থেকে নিজেদের রক্ষা করতে? উত্তর পেতে হলে পড়তে হবে "স্ক্রু ড্রাইভার"