খুবই সাধারন আমি। সাদা-কালো ভাবেই থাকি।  
গান আমার আত্তার খোরাক।
অল্প কথায় গল্প বলাই আমার কাজ।

#আমি মানিনা কোনো শাসন-বারন।
মানিবনা কোনো বন্ধন।
আমি অন্ধ
আমি মন্দ
আমার প্রয়োজন অনেক নিন্দন।।
#দেখছে সবাই ছুটছি আমি উড়িয়ে পথের ধুলো।
হিংসে ছড়ায় হলুদ চোখে পথের মানুষ গুলো।

উড়ছে আমার লম্বা চুল
চোখের তারায় দম্ভ।
আমার জন্য দু'হাত বাড়িয়ে
আকাশ আলোক স্তম্ভ।

দেখছে সবাই আমার গানের
বেপরোয়া ছন্দ।
ভাবছে সবাই ভাগ্যবান
বেজায় আনন্দ।

দেখছেনা কেউ আমার চলা
বক্র অথবা সিধে।
বাঘের পিঠে সওয়ার আমি
বাঘটার খুব ক্ষিদে।
#আমি এখনও একরুখা তাইতো আজও তোমার কাছে প্রথম শ্রেণীর বোকা।
  • Sylhet
  • JoinedDecember 28, 2018



Last Message
BaulShimul BaulShimul Aug 02, 2022 11:32PM
কি করিবো? কোথায় যাব?ভুগতেছি অ'সিদ্ধান্তে।অতর্কিত হামলার মামলা।করবো কোন আদালতে?
View all Conversations

Stories by Baul Shimul
আমার ধনভাণ্ডার।  by BaulShimul
আমার ধনভাণ্ডার।
সাধের বাউলা,কাল হইয়া জঞ্জাল পাকাইলো। স্বদেশে প্রবাসীর মতো,সন্যাসী বানাইলো। বাউলার প্রতি হয়ে আসক্ত,অভিশপ্ত আজ।...
প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্র by BaulShimul
প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডা...
উনার গানের বিশেষ অংশঃ- # নবীজী ইসলামেরও তরী,(উনার) কথায় খাজুরি হইলেন কান্ডারি কূল আখেরে। কান্ডারী হইয়া যাবেন...
ranking #248 in বাংলা See all rankings
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান। by BaulShimul
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
শুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজ...
1 Reading List