-"তোমাকে আমি প্রথম কখন দেখি জানো? রায়ানের জন্মদিনের দিন। আমি কেক নিয়ে বাসায় এসেছি। প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেদিন। এই সন্ধ্যার আগে আগে, তুমি কোচিং থেকে ফিরেছো বোধহয়। ট্যাক্সি থেকে নেমে গেট পর্যন্ত আসতে আসতে তুমি মোটামুটি ভিজে গেছ। সেই প্রথম আমি তোমার মুখ দেখি। দ্য মুন ফেইসড গার্ল! তোমায় হঠাৎ ওরকম সন্ধ্যার সময় বৃষ্টিতে ভিজতে দেখে আমার কেমন যেন একটা হলো। আগে কোনোদিন এমন হয়নি। সব কেমন পৃথিবীর বাইরের মনে হচ্ছিলো। ওই সন্ধ্যা, ওই বৃষ্টি, বৃষ্টির ওপর বিরক্ত হওয়া তুমি... কিচ্ছু বিশ্বাস হচ্ছিলো না আমার। আমি রোবটের মতো তোমার পেছন পেছন লিফট পর্যন্ত এলাম। তুমি বিরক্ত মুখে চুইংগাম ফুলাচ্ছিলে। বৃষ্টির উপর বোধহয় এরকম রাগ করতে আমি আর কাউকে কখনো দেখিনি। লিফটে ওঠার সময় তুমি এত তাড়াহুড়ো করলে যে, আমাকে দেখলেই না। আর আমি... তোমায় দেখতে দেখতে আমার হাত থেকে কেকের বক্স সেই কখন পড়ে গেছে! রায়ান কত রাগ করেছিলো, জানো? বেচারা পরে টিফিন কেক কেটে জন্মদিন করেছে।"
নাজিয়ার বুকের ভেতরটা কেমন একটা হাহাকার করে উঠলো। ওই যে সন্ধ্যা নামার সময় যেমন শেষ হয়ে আসা দিনের জন্য বুকের ভেতরটা কিরকম করে, ঠিক তেমন। মানুষটা এত সুন্দর করে কথা বলে তাকে ভুলিয়ে ফেলছে না তো?
৪০% ছাড়ে অর্ডার করতে পারবেন কেবল ৩১শে অক্টোবর পর্যন্তই। এর সাথে কুন্দনিকা অর্ডার করলে পাচ্ছেন ৩১শে অক্টোবর পর্যন্ত ৩৮% ছাড়!
প্রি-অর্ডার পোস্ট লিঙ্ক- https://m.facebook.com/story.php?story_fbid=354030916515842&id=105068064745463
#লালরঙেরনীলবৃষ্টি