🛑রোজাবেল মা তোকে বলছি 🛑

8 2 0
                                    


বইয়ে স্যার মোট ৩০ টি গল্প লিখেছে। স্যারের এত সুন্দর লিখার হাত সত্যি মনোমুগ্ধকর। । এই বইটা প্রত্যেক মানুষের জীবনে একবার হলে ও পড়া উচিত। এই বইটা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে।এমন অনেক ব্যাপার আছে যা আমারা দেখি কিন্তু খুব ভালো করে খেয়াল করি না যেমন- আমরা সাধারণ জুতা কিনতে গেলে দেখি দোকাদের কর্মী আমাদের সাহায্য করে। কিন্তু আমাদের সংস্কৃতি হলে কারো গায়ে পা লাগলে তার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আমরা জুতা ট্রায়াল দেওয়া বা পরার সময় আমাদেরকে কর্মীরা সাহায্য করে তার সাহায্য কি আমাদের নেয়া উচিত আমরা চাইলে তো নিজের হাতে কাজ টা করতে পারি তাই না! স্যারের লিখা একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, "আসলে বিনয়ের পেছনে কোনো খরচ হয় না, কিন্তু এর বিনিময়ে প্রাপ্তি অসীম"।


স্যারের সিগনেচার উক্তিঃ-

"আসুন মায়া ছড়াই"


~~~~~~~

আমার প্রথম রিভিউ। কোনো ভুল হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ ভাইয়াকে এত ভালো একটা বই সাজেস্ট করার জন্য।








Book Review-JournalWhere stories live. Discover now