GIVE AND TAKE

9 1 0
                                    



এই বইটা পড়ার পর থেকে আমাকে একটা কথা ভাবাচ্ছে, জীবনের চলার পথে কিংবা কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়, আমরা কি কখনো তাদেরকে কোনোরকম সাহায্য করার চেষ্টা করি কোনোরকম ফিডব্যাক ছাড়া?

এখন আপনার হয়তো মাথায় আসতে পারে এতে আমার কি লাভ? এই প্রশ্নের উত্তরের জন্যই মূলত বইটি পড়তে হবে।


বইটার মলাটের শুরুতেই একটা লেখা আছে 'Why helping others drives our success',

মূলত বইটিতে পারসোনাল আর প্রফেশনাল লাইফে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা কিভাবে সাফল্যের চূড়ায় উঠতে পারি সেটা নিয়ে ডিটেইলস এ আলোচনা করা হয়েছে।আমাদের জীবনে সফলতার জন্য সবথেকে গুরুক্তপূর্ন হল প্যাশন, হার্ড ওয়ার্ক, ট্যালেন্ট , আই-কিউ ইত্যাদি । এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো আপনার রিসিপ্রসিটি স্টাইল । এই বইটিতে তিন ধরনের দেওয়া নেওয়ার স্টাইলের কথা বলা হয়েছে ।


Giver, Matcher, Taker

আমরা সবাই এই তিনটি চরিত্রের যেকোনো একটা বা একেক সময় এক একটা বহন করে থাকি। এই তিন ধরনের স্টাইলের মধ্যে কোন কোন স্টাইলটি একজন ফলো করলে সে বেশি সফল হবে এটাই এই বইয়ের প্রতিপাদ্য বিষয় ।

বইটাতে giver, matcher, taker এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের কিভাবে চেনা যায় সে নিয়ে বিস্তর আলোচনা আছে। আর এই পার্টটা আমার খুব ভালো লেগেছে কারন আমাদের মানুষ চেনাটা জরুরী, তাছাড়া পারসোনাল এবং প্রফেশনাল লাইফে আমরা ফাঁদে পড়তে পারি আর আমাদের তথ্যগুলো জানা থাকলে আমরা কি ধরনের মানুষের সাথে ডিল করছি সেটা বুঝে strategy ঠিক করতে পারবো।

এই বইটি লেখকের বেস্ট সেলিং বুক।

বইয়ের পুরোটাই আমার আগ্রহ ধরে রাখতে পেরেছে, ৩৬৫ পৃষ্ঠার বই হলেও বোর হতে হয়নি আমাকে।

তবে যেই অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো, 'The Power of Powerless Communication'


Corporate সেক্টরে কাজ করতে যারা ডেডিকেটেড তাদের জন্য মাস্ট রিড বুক এটা।






Book Review-JournalWhere stories live. Discover now