All's Well That Ends Well

5 1 0
                                    


All's Well That Ends Well- সব ভালো তার শেষ ভালো যার

 By - William Shakespeare

( A Shakespearean comedy )



রুসিলনের একজন তরুণ কাউন্ট হলেন বেরট্রাম। তিনি একজন অভিজাত ভূস্বামী বা জমিদার হলেও তিনি ছিলেন ফরাসিরাজের প্রজা। কারণ, ওই রাজ্যে সে জমিদার হলেও রাজ্যের কিন্তু রাজা বা সরকার সে নয়। সম্প্রতি বেরট্রামের পিতা সিনিয়র কাউন্ট মারা গিয়েছেন, যার কারণে লেডি কাউন্ট বা কাউন্টেস বিধবা হয়ে গিয়েছেন এবং কাউন্ট মারা যাওয়ার কারণে তার ছেলে বেরট্রাম তার বিশাল সম্পত্তি ও কাউন্ট উপাধি পেয়েছেন।

তো ফ্রান্সের রাজা বেরট্রামের পিতা মানে সিনিয়র কাউন্টকে খুব ভালোবাসতেন যার কারণে রাজা চেয়েছেন যে তরুণ কাউন্ট তার সাথেই রাজধানীতে থাকবে এবং সেই অনুযায়ী ফ্রান্সের রাজসভার একজন বৃদ্ধ লর্ড লাফিউকে তাকে আনার জন্য পাঠালেন। এটা শুনে বেরট্রামের মাতা লেডি কাউন্ট ব্যথিত হলেন। তিনি ব্যথিত এইজন্যই হলেন যে তার স্বামী কয়দিন আগে তার কাছ থেকে চলে গেছেন এখন তার পুত্রও চলে যাবেন। কিন্তু তিনি তবুও পুত্রকে যেতে দিলেন কারণ তারা কিন্তু আগেই বলেছি ফ্রান্সের শুধুমাত্র একটা জমিদার পরিবার অপরদিকে ফ্রান্সের রাজা হলেন সমগ্র ফ্রান্সের একজন শাসক। তো সেই সুবাদে ছেলেকে যেতে দিতে তিনি বাধ্য তা না হলে সেটা বেয়াদবি হবে আবার ফ্রান্সের রাজা কিন্তু তরুণ কাউন্টকে ভালো ও বাসেন। তো যাইহোক, তরুণ কাউন্ট চলে গেলেন এবং তার মা'কে দেখবাল করার জন্য হেলেনা নামের একজন কে রেখে গেলেন।

এই হেলেনা হচ্ছেন একজন বিখ্যাত চিকিৎসক এর মেয়ে যার নাম হচ্ছে- জেরার্দ দ্য নরবোন। তো হেলেনার পিতা বিখ্যাত চিকিৎসক হলেও তাদের পরিবার ছিলো একেবারে সাধারণ।



এই হেলেনা কিন্তু তরুণ সুদর্শন কাউন্ট বেরট্রামকে ভালোবেসে ফেলেছিলো। তার সকল কিছুই হেলেনার ভালো লাগে, তবে হেলেনা কখনো সেটা বেরট্রামকে জানায় নি কারণ তরুণ কাউন্ট বেরট্রামের বংশ হচ্ছে সম্ভ্রান্ত অন্যদিকে হেলেনা একজন সাধারণ পরিবারের মেয়ে। তাই সে দূর থেকেই শুধু বেরট্রামকে ভালোবাসে কখনো জানায় না।

Book Review-JournalWhere stories live. Discover now