গল্পটা একটু অন্যরকম হতে পারতো

6 0 0
                                    

কেমন হতো যদি এই সমাজে, এই পৃথিবীতে শুধু মাত্র কালোর কদর হতো। কেমন হতো যদি এই পৃথিবীতে ফর্সাদের ফর্সা হবার জন্য মাথা নিচু করে চলতে হতো। কিভাবে কালো হওয়া যায় তার টিপস্ শুনতে হতো ঘরে বাইরে।

বেশি না যদি মাত্র একটি দিনের জন্য এরকম হতো, তবে কিন্তু বেশ হতো। যেসব মেয়েদের, মায়েদের গায়ের রং ফর্সা হবার জন্য মাটিতে পা পড়ে না, রূপের অহংকারে যারা শ্যামবর্ণের মানুষদের দিনের পর দিন হেয় করে, ছোট করে, তাদের উচিত শিক্ষা হতো। --- আনিয়া মনে মনে ভাবে আর মুচকি হাসে।

ভাবতে ভাবতে আনিয়ার তন্দ্রা ভাব হয়। মুহুর্তেই সে ডুবে যায় তার কল্পনার সমুদ্রে।

চামড়া (Completed ✔️)Onde histórias criam vida. Descubra agora