জয়ের প্রত্যাবর্তন

869 2 0
                                    

তুলির ফোন রাখতেই মিজান ভাই এর টেক্সট এলো, আর আধা ঘন্টার মধ্যে আইটি কাজ শেষ করে ফেলবে, আমি যেন রেডি থাকি। মিজান ভাই আমার ইমিডিয়েট বস। ভালো মানুষ। ভাজা মাছ উল্টে খেতে পারেন না টাইপ ভালো মানুষ। খুব আদর করে কথা বলেন আমাদের সাথে। আমার অবশ্য আজকে মেজাজটাই খারাপ হয়ে আছে। কি প্ল্যান ছিল! আর এখনও অফিসে বসে এখনো মাছি মারছি! অবশ্য এই অফিসে মাছিও নেই যে মারবো। ঝাঁ চকচকে অফিস। স্যুট টাই চারিদিকে। আজকে নাইট ডিউটি বলে সবাই একটু
হালকা পোশাকে আছে।

আজকের পার্টিটা ভীষণ মিস করছি। লামিয়া অবশ্য আজকে আমাকে একটুখানি উদ্ধার করেছে। হাব-এ নাকি আজকে বেশ জমে উঠার কথা ছিল। আমি যেতে পারবো না জানাতেই লামিয়া প্রথমে গাই গুই করলেই পরে বুঝে নিয়েছে, অফিসের ব্যাপারটা সিরিয়াস।
তারপর ওই সব সামলালো। আমি যাবো না বলে ও-ও যায়নি। কেন কে জানে? আমার ডেস্কে অলস বসেছিলাম। টিনটিন করে ফোন বেজে উঠলো তখন। লামিয়ার ফোন। লামিয়ার কণ্ঠে উচ্ছাস!

‘আরে আজকে আমরা গেলাম না! মেয়েরা তোমাকে নাকি হেব্বি মিস করেছে।’

‘তাই নাকি? কে কে এসেছিল?’

‘তোমার ক্রাশ জয়িতা এসেছিল। আর তিন জনকে তুমি আগে দেখো নি। এর মধ্যে আবার একটা মেয়ে আজকেই প্রথম এসেছে। বনানী আপু এতক্ষন আমাকে সব ধারাবর্ণনা করলো। বেশ জমেছিল, জানো!’

‘কি এমন হয়েছিল? বুঝলাম না, তুমি এতো উত্তেজিত কেন?’

‘আরে কারণ আছে। তুষার এসেছিল। আমি আবার তুষারের ভীষণ ফ্যান! যাহ, আজ তোমার জন্যে মিস হলো। তুমি কি এখনো অফিসে?’

‘অফিসেই, এখনো কাজই শুরু হয়নি আমার। বাহ্, তুষারটা কে? আমার থেকেও ভালো?’

‘ছেলেদের এই একটা সমস্যা, শুধু তুলনা করবে অন্যদের সাথে। তুমি তোমার মতো, আর তুষার তুষারের মতো। এভাবে একটু ভাবো, বুঝেছ?’

‘আচ্ছা, ভাবলাম। এখন বলতো শুনি তুষারের কি আছে যেটা আমার নেই?’

‘দেখলে, তোমার সেই একই কথা ঘুরেফিরে! তুষারের ফিগার খুব সুন্দর। মানে চোখের খুব আরাম হয় আমার। আর খুব ভালো গিটার বাজায়। তুষারে হাতে জাদু আছে।
কিন্তু তুমি তো আমার সুপারসনিক ফাইটার! হিহিহি!’

সুখী দাম্পত্য (১৮+)Where stories live. Discover now