প্রিয়তমেষু

100 1 0
                                    

ভালোবাসি, ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি।
এ এক অন্য রকম ভালোবাসা।
কাছে পাবার ব্যাকুলতা।

হৃদয়ের সবটুকু ভালোবাসা
তোমারই জন্য রাখা আছে
আমার বক্ষঃস্হলে।

কোন উপমা বা ছন্দ নয়
বানিয়ে বলা গল্প নয়।
মনের গভীরে জমে থাকা
একরাশ ভালোবাসা।

আমার শরীরটা রেখে
দিয়েছি তোমারই  জন্য ।
ঠোঁটে স্পর্শ পড়েনি আজ ও
তুমি ছোবে বলে।

অপেক্ষার প্রহর গুনতে থাকি
তুমি  আসবে বলে।
জড়িয়ে ধরে বলবে
আমি ও  তোমায়
ভালোবাসি প্রিয়তমা!

বনলতা Where stories live. Discover now