তোমার মাঝে রয়েছি আমি
আমার মাঝে তুমি।
ইচ্ছে করে একই সাথে
দুজন মিলে থাকি।নতুন নতুন প্রেমের গল্প
লিখতে লাগে ভাল।
মনের মাঝে স্বপ্ন আঁকি
তোমায় ভালোবেসে।সকাল, দুপুর, সন্ধ্যা বেলা
তোমার কথা ভাবি।
সাঁজের বাতি জ্বালিয়ে রেখে
তোমার ছবি আঁকি।পূর্নিমার ঐ চাঁদের মাঝে
তোমায় খুজে পাই।
তুমি আছো বলেই আমি
আকাশ পানে চাই।বন্ধু তুমি আমার থেকো
এটাই আমি চাই।
বন্ধু তোমায় বুকের মাঝে
দিয়েছি যে ঠাঁই।
![](https://img.wattpad.com/cover/333513333-288-k328682.jpg)