ডায়েরির পাতা যেমন ছিল
তেমনই আছে খালি।
কলম দিয়ে লিখিনি কবিতা
পাতায় পড়েনি কালি।পিষ্টা গুলো উল্টে পাল্টে
দেখছি বারেবার।
ডায়েরিটা তুমি যেমন দিয়েছো
তেমনই না হয় থাক।মাঝে মাঝে ভাবি
ডায়েরির পাতায় লিখবো আমি
তোমার আমার স্মৃতি।
কলমের কালি পড়বে বলে কিছুই লিখিনি আমি।ডায়েরিটা আমি যত্নে রেখেছি
পড়েনি তাতে কালি।
কলমের কালি উঠবেনা জানি
তাই তো রেখেছি খালি।আবার আসবে নতুন বছর
আসবে আবার ডায়েরি।
সেটা ও রাখবো যত্ন করে
তাতে ও দিবোনা কালি।