পৌষের তীব্র শীতের
মিষ্টি রোদে বসে
কেউ খায় গুড় মুড়ি
কেউ খাই খৈ।খেজুরের গাছ বেয়ে
গাছি পাড়ে রস,
মালি বসে গাথে মালা
জেলে ধরে মাছ।আলতা পায়ে গায়ের বধু
চলে বাবার বাড়ি।
তাতীর হাতের জামদানি
পরে কনে সাজে বধু।মায়ের হাতের পিঠা পুলি
খেয়ে জিভে আসে জল।
হুক্কায় টান দিয়ে
দাদা নেয় শ্বাস।দাদী বসে খাই পান
মুখে ভরা চিপ।
রোদে বসে দুজনে
করে ফিসফিস।