।। প্রাচীনতম ধর্ম ।।

29 8 7
                                    

।। প্রাচীনতম ধর্ম  ।।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
৬৪ /64 ডাইমেনশনের কথা শুনে আপনারা অবাক হবেন কিন্তু এটা সত্য। এই রকম আরো অনেক তথ্য আছে যেই তথ্য গুলো আমাদের বেদ, উপনিষদ, পুরান, গরুড় পুরান, বেদ-পুরাণ ,ভাগবত গীতা পরবর্তী তে রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকে আমরা জানতে পারি। আমাদের পূর্বপুরষরা হাজার হাজার বছর আগে আমাদের যে জ্ঞান দিয়ে গেছে বিজ্ঞান সেই তথ্য দিয়েছে শেষ কয়েক শতাব্দীতে । বেদ পুরাণে সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এর কথা আছে। এঁর থেকে বোঝা যায় আমাদের এই পূর্বপুরুষরা কত বড়মাপের মহাজ্ঞানী ছিলেন। সনাতন হিন্দু ধর্ম এই পৃথিবীর সব থেকে পুরানো ধর্ম। বেদ হিন্দুদের প্রথম ধর্ম গ্রন্থ, যার মানে জ্ঞান, বেদ শুনে মনে রাখা হত কারণ তখন লেখার  প্রচলন আসে নি, গুরু শিষ্য পরম্পরায় শুনে মনে রাখা হত। ঋষিরা গভীর মনে তপস্যা করে এই লিপি দেখতে পেয়েছে সেই লিপি গুলো গুরু শিষ্য পরম্পরায় মনে রাখত , বেদব্যাস এই কয়েক হাজার লিপি গুলো  কে পরপর শাখাযুক্ত করে ৪ টি বেদ এ ভাগ করেছেন।  এই গুলো হল - ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। পশ্চিমী ইতিহাস বিদ দের মতে হিন্দু সভ্যতার সৃষ্টি খ্রিস্টপূর্ব ৪ থেকে ৫ হাজার বছর আগে , সিন্ধু নদীর ধারে। যাকে সিন্ধু সভ্যতা নামে আমরা জানি। ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ ম্যাক্স মুলার যখন ভারতের বিভিন্ন জায়গা থেকে বেদের পাণ্ডুলিপি আনল, এনে এক জায়গায় করলেন তখন তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন সব কটি পণ্ড লিপি এক এবং বেদব্যাস এর সাজানো দেখে তিনি অবাক হয়ে যান। তিনি সেই সময়  বেদের পাণ্ডুলিপি গুলোকে বই এর রূপ দেন। বর্তমানে বেদ পণ্ডিত দের মতে ৪ টি  বেদ মুখস্থ করতে ও প্রত্যেক লিপির মানে বুঝতে ১২-১৩ বছর লাগবে খুব ভালো মাথা হলেও ৮-৯ বছর। বেদ মানে জ্ঞান, বেদ কারো লেখা বই বা গ্রন্থ নয়, আমাদের পূর্বপুরষরা অনেক তপস্যা ও ধ্যাণের মধ্যে গিয়ে এই প্রার্থনা গুলো জ্ঞান অর্জন করেছেন করেছে, এবং সেই জ্ঞান বংশ পরম্পরায়,কখনও গুরু শিষ্য পরম্পরায় ধরে রেখেছে। ম্যাক্স মুলার মতে ওই পাণ্ডুলিপি রচিত হয়েছিলো ৩৫০০ বছর আগে, মানে খ্রিস্টপূর্ব ১৫০০-২০০০ বছর আগে। স্বামী বিবকানন্দ ও লোকমান্য তিলক এঁর মতে ৮-১০ হাজার বছর আগে। ম্যাক্স মুলার কম বলার পিছনের কারন তিনি ছিলেন খিস্টান ধর্মের তাই তিনি মেনে নিতে পারছিলেন না এত পুরনো হিন্দু ধর্ম, যেখানে বাকি অন্য ধর্ম যেমন ইহুদী ধর্ম খ্রীষ্টপূর্ব ৫০০-১০০০ বছর, খিষ্টান ধর্ম ২০০০ , ইসলাম ১৪০০ বছরের পুরানো ধর্ম, বাকি অন্য ধর্ম সব হিন্দু ধর্মের পরে এসেছে। কয়েক বছর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থা একজন বৌদ্ধ সন্ন্যাসী কে ধরে, সেই সন্ন্যাসীর কাছ থেকে একটা ছোট বাক্স উদ্ধার হয়। বাক্সটা অনেক পুরনো সেটা  গোয়েন্দাদের চোখে ধরা পরে। তারা যখন সন্ন্যাসী কে বাক্স খুলতে বলে, সন্ন্যাসী বলে আমি এই বাক্স  খুলতে পারছি না অনেকবার চেষ্টা করেছি। তখন গোয়েন্দারা নিজেরা খোলার চেষ্টা করে খুলতে পারে না। তারপর সেটা 'এক্সপার্ট ল্যাব' এ নিয়ে যায়, ল্যাব সেটা খোলে। খোলার পর তারা দেখলো তার মধ্যে একটা গোল চাকতি তার মধ্যে এক পা তোলা মূর্তি, পুরোটাই সোনা দিয়ে বানানো এবং সেটা অনেক পুরানো মনে হচ্ছে। তারপর তারা বাক্স ও মূর্তিটাকে কার্বন টেস্ট পরীক্ষার জন্য পাঠানো হল  এবং মূর্তি টা কিসের সেটাও জানতে চাওয়া হল?
কার্বন টেস্ট এ রিপোর্ট দেখে গোয়েন্দারা অবাক হয়ে গেল , সাথে যারা এই টেস্ট করেছেন তারও অবাক। বাক্স টা ছিলো ৩৫০০-৪০০০ বছরের পুরনো বাক্স কিন্তু অবাক হওয়ার কারণ মূর্তি টা ছিলো নটরাজ শিবের এবং ওটা ২৮৭৫০ বছরের মানে খ্রিস্টপূর্ব ২৬৭৫০ বছরের পুরানো সোনার মূর্তি।  সুতরাং আমরা ধরে নিতে পারি আমাদের ধর্ম আরো পুরানো।

|| সৃষ্টি ||Where stories live. Discover now