সিনথির ফ্লাইটের আর দুই সাপ্তাহ বাকি আছে। দেশ ছাড়ার আগে নানা রকম ব্যস্ততা থাকে। এর মাঝে দুইজন যতটা সম্ভব একসাথে সময় কাটানোর চেষ্টা করছি। এই কয়দিন ব্যবসা আর রাজনীতি দুইটা থেকে একটু দূরে আছি। সিনথি যেখানে যায় আমিও সেখানে যাই। ছায়ার মত লেগে আছি। শুধু ওর ফ্যামিলি মেম্বারদের কার সাথে দেখা করার সময় ছাড়া। বিদেশে যাবার আগে মানুষ গাদাগাদা শপিং করে। সিনথির সেই শিপিং এর সময় আমি সংগী হলাম। ওর বাসার সবাই ব্যস্ত। অবশ্য এতে আমার লাভ হয়েছে সিলভির সাথে সময় বেশি কাটানোর সুযোগ পেয়েছি। বিভিন্ন খানে যাওয়ার সময় গল্প হচ্ছে প্রচুর। ঢাকা শহরের যানজট এড়াতে আমার বাইকেই যাচ্ছি সব জায়গায়। সারাদিন সিনথির মত কেউ পিছন থেকে জাপটে ধরে থাকলে যা হবার তাই হচ্ছে। সারাদিন আগুন লেগে থাকে যেন শরীরে। রাতে ঘুমের মাঝেও যেন স্বপ্নে আগুন হয়ে ধরা দেয় সিনথি। দ্রুত যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনেক জায়গায় যেতে হচ্ছে ওকে তাই ঠিক ওকে নিয়ে আলাদা করে আগুন নেভানোর সময় পাচ্ছি না। সিনথির সেইম অবস্থা। তবে এত ব্যস্ততার ভিতর নিজেদের জন্য আলাদা করে কোন সময় বের করতে পারছি না।
এদিকে আমি সিনথির মা, ফুফু আর বোন সম্পর্কে খোজ বের করার চেষ্টা করছি। বাইরের সোর্স থেকে আপাতত তেমন কিছু পাই নি। তাই ঘোরাঘুরির সময় সিনথি থেকে যতটা সম্ভব ইনফো নিচ্ছি। সিনথির বোন আইবিএ গ্রাজুয়েট। দেশের সবচেয়ে ভাল বিজনেস স্কুল থেকে পড়ার কারণে আগে থেকে থাকা এলিটিজম একদম আকাশ ছোয়া এখন। নতুন একটা ফার্মে জয়েন করছে। কিছু একটা নিয়ে আজকাল বেশ স্ট্রেস। সিনথি জিজ্ঞেস করছিল। অফিসে কিছু একটা ইম্পোর্টেন্ট এসাইনমেন্ট পেয়েছে। এটা ঠিক মত করতে পারলে ক্যারিয়ার খুলে যাবে। কি এসাইনমেন্ট সেটা অবশ্য সিনথি জানে না।
সিনথির সাথে এইসব শপিং এর মাঝে একটা লিংক পেলাম সিনথির বোনের খোজ পাওয়ার। সাবরিনার কোম্পানিতে আমার পরিচিত এক জুনিয়র কাজ করে। শফিক নাম। এক বন্ধু জানাল শফিক এখন ঐ কোম্পানিতে আছে। ওকে ফোন দিলাম। ভার্সিটিতে একবার এক পলিটিক্যাল ঝামেলা থেকে ছেলেটাকে বাচাইছিলাম তাই আমাকে খুব মানে। ফোন দিতেই বলল ভাই কি খবর, কেমন আছেন। নানা কুশলাদী বিনিময়ের পর সাবরিনার খবর জানতে চাইলাম। জিজ্ঞেস করল আমি সাবরিনা কে কিভাবে চিনি। আমি বললাম সেটা তোর না জানলেও চলবে। সিনথির সাথে দেখা হওয়ার আগে যখন আউলা জীবন কাটাতাম তখন মেয়ে পটানোতে আমার খ্যাতি ছিল। শফিক ধরে নিল এটা আমার নতুন কোন টার্গেট। বলল ভাই আপনি বস। কত কত মেয়ে পটাইলেন। এখনো দেখি নিশানা লাগান। তবে ভাই এইটা কিন্তু টাফ হবে। শালী আইবিএ গ্রাজুয়েট। আমাদের মত জগন্নাথ পাশদের পাত্তা দেয় না। অফিসে সবাই আইস কুইন ডাকে। আপনে যেহেতু টার্গেট করছেন তাইলে তো দেখছেন। ভাই একদম ফায়ার। আগুন। দেখলে প্যান্টে আগুন লেগে যায়। কিন্তু পাত্তা দেয় না কাউরে। আর আইবিএ থেকে আসছে তাই সব ভাল ভাল এসাইনমেন্ট পায়। জয়েন করছে ভাই আমার বস হিসেবে। আমি তিন বছর চাকরি করে যা পাই নাই সে এসেই তার উপর বসে পড়ছে। তবে ভাই মালটা একটা গ্যাড়াকলে পড়ছে। আমি বললাম কি গ্যাড়াকল। বলল আমাদের অফিস ঢাকায় যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন লাইন আছে এইটা নতুন করে সাজাতে চায়। এরজন্য একটা স্ট্রাটেজি বের করতে বলছে তবে বস ব্যাপারটা কষ্ট আছে। গত দুই বছরে তিনজন ব্যর্থ হইছে। আপনার এই বান্দীও যে পারবে তা মনে হয় না, সারাদিন এটা নিয়ে চাপে থাকে। এমনিতেই আইস কুইন আর এখন এই চাপ খেয়ে সারাদিন রেগে থাকে। এইবার আমি শফিক কে প্রশ্ন করে করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন লাইন কেমন চলে এগুলা শুনলাম। শুনতে শুনতে একটা বুদ্ধি আসল মাথায়। দেখা যাক।
YOU ARE READING
অঘটনঘটন পটিয়সী (প্রাপ্ত বয়স্কদের জন্য)
Fantasyএক প্রেমিক এবং এক প্রেমিকা। তাদের প্রেমের বাধা প্রেমিকার পরিবার এবং তাদের সামাজিক অবস্থান। বাংলা সিনেমার হিরোদের মত অসাধ্য সাধনে প্রতিজ্ঞাবদ্ধ তাই প্রেমিক। যে করেই হোক প্রেমিকার বোন, ফুফু এবং মায়ের মন জয় করতে হবে প্রেমিক কে।