এই ভূমন্ডল
ছিল কত চঞ্চল ।তাতে আছে জন,
ছিল তাতে মন।কিন্ত এখন,
কোন সে পীড়ন ।কী যেন হয়ে গেল হায়
ভাগ্য বোঝা বড় দায়।পৃথিবী যেন কোনো রণাঙ্গন ।
যেন তাতে রণ হয়েছে ভীষণ।আকাশ সেথায় তীব্র লাল
যেন রক্তের তাল।গাছের সবুজ পাতা,
নীয়তিতে গাধা,হারিয়েছে আসল বর্ণ।
তাই সবি মনে হয় চূর্ণ ।এভাবেই এ ধরা,
যেন কান্নায় জড়া ।সময় যেন গেছে থেমে
সব কিছুই গেছে জমে ।কিন্ত তাতে এখনও আছে জন ,
তবে নেই কোনো জৈব্যপ্রমান।শুধু বেঁচে গেছে হিতৈষী দুজন।
সহ আরও বিশেষ পাঁচ জন।যাদের মনে এখন ,
বিস্ময় ও হতাশা-দুঃখ ভীষণ ।জীবন এখন তাদের রণে ভরা,
তবে কী রক্ষা পাবে বসুন্ধরা।দেখি ললাটের দৌড় ,
যায় কত দূর ।Author's Note:
ব্যস্ততা ও ঈদের কারণে কারণে publish করতে পারি নি ।তবে এর পরের part আজ কালের মধ্যেই ছাড়বো ইনশাআল্লাহ। গল্প টার পরের অংশ খাতায় লেখা আছে।আর গল্পের আগের part গুলোতে কিছু changes করবো ।যা change করবো বলে দেব ।
KAMU SEDANG MEMBACA
চন্দ্র কন্যা
Fantasiকী হবে যখন চাঁদের পরী পৃথিবীতে এসে আটকা পড়বে ? কী হবে যখন পৃথিবীর সময় থেমে ? পৃথিবীর চেহারা বদলে যাবে । পৃথিবী পরিনত হবে দুঃখের স্রোতে ভরা এক রক্তাক্ত দুনিয়ায়। কে সেই চন্দ্র কন্যা কী তার পরিচয় ।পৃথিবীকে সে কী বাচাতে পাড়বে । চলুন জেনে আসি । 💗...