10th July 2023
অনুপ কুমার পাত্রবাঙাল বুড়ি আর ঘটি বুড়ির মধ্যে ভাব খুব। কখনো কখনো তারা গল্পের আসর বসায়। বাঙাল বুড়ির কথায় ঘটি বুড়ি বিরক্তও হয়। তবুও ঘটি বুড়ি আসে বাঙাল বুড়ির ঘরে সময় কাটাতে।
"আমাগো দ্যাশের কথা ভাইবলে চোখ ফাইটা জল আইসা যায়, হুপারি গ্যাসের সাওয়ায়ে বইসা কত গল্প গুজব হৈত, কত হুপারী হইত ভাইবা দেইখাছ একবার! হামাদের হ্যামলার বয়স আর কত হইব, এত্ত্তুকু, হামার কোলে ঝাপাইয়া আইসা পৈরত, হামি উহার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া ঘুম পাড়াইয়া দিতাম। সে যে কেমন মিষ্টি সাওয়া ......."
এইসব কথা শুনে ঘটি বুড়ি একটু বিরক্ত হল। ঠোঁট বাঁকাল। বাঙাল বুড়ি বুঝতে পারল, ঘটি বুড়ি বিরক্ত হচ্ছে। তাই সে একটু চুপ থাকলো। ঘটি বুড়ি ভেতরে ভেতর বলল, " যত সব আজগুবি, সুপারি গাছে এত সুপারি হতো যে তার ছাওয়ায় বসে গল্প করত! তাই সে কিছু একটা বলতে যাচ্ছিল। সে মুখ খুলবো খুলবো, অমনি আবার বাঙাল বুড়ি বলতে শুরু করল।
"এখানে তো গরুর তেমন দুধই নাই। আমাগো দ্যাশের দুধের কয়থা মইনে পৈর্লে বুক ফাইটা যায়। বড় বাকুলে হেইয়া বড় বড় কড়াইয়ে দুধ ফুইটত, জানো, সে দুধে এমন ছালি পৈর্ত, ছালির উপর দিয়া বিড়াল হাইটা হাইটা যাইত।"
ঘটি বুড়ির আর ইচ্ছে হল না বাঙাল বুড়ির বারান্দায় বসতে। "আমার নাতি মনে হয় ইস্কুল থেকে ফিরেছে।" কথাটা বলে ঘটি বুড়ি নিজের ঘরের দিকে রওনা দিল।
****
![](https://img.wattpad.com/cover/222423591-288-k947376.jpg)