বর্তমান প্রজন্ম

32 0 0
                                    

এই যে সাংস্কৃতিক একটা পরিমন্ডল,
এইটা এই প্রজন্মে Missing। এই প্রজন্মের ছেলেপেলেরা এখন যেটা করছে....
আসলে কি করছে আমি ঠিক জানিনা,এজন্যই বলতে পাচ্ছিনা।
বলব আর কি? ছেলে পেলেরা যেটা করছে-
তারা সব Mall এ গিয়ে ঘুরেবেড়াচ্ছে,
'হ্যা' তারা সব মল এ যাচ্ছে মল-মুত্র ত্যাগ করছে কি না তা আমি জানিনা।
কিন্ত মলে যাচ্ছে, কেউ হলে যাচ্ছেনা ভাল কিছু দেখছেনা শিখছেনা কিছু না।
মলে গিয়ে কিছু কিনছেওনা কি করছে- Window Shopping আমি মানেটা  বুঝলামনা।
Window Shopping কি  ঐ জানলা দিয়ে হাত বাড়িয়ে তুলে নিয়ে যাচ্ছে এমন কিছু?
মানেটাঃ- ঐ দেখে দেখে চলে আসছে আরকি,মানে 'দেখনদারি'।

ওরা দেখছেনা Actual খেলা টা অন্য,দেখছে আর একটা লোভ মনের মধ্যে নিয়ে বেরিয়ে আসছে।
এই লোভ টা ওকে একটু একটু করে খাচ্ছে,ঐ লোভটা ওকে একটু একটু করে ভোগবাদের দিকে ঠেলে দিচ্ছে।
অর্থাৎ এখন জিনিস তৈরি হয় মানুষের প্রয়োজনে নয়,যে কোনো Product তৈরি করার জন্য সেইভাবে মানুষকে তৈরি করা হয়।
যাতেকরে মানুষ এটি কিনবে,
এটাই হচ্ছে ভোগবাদ / Consumerism এর মূল খেলা।

#বাংলায় এই ব্যাবসা টা একদম বাম্পার চলছে।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Sep 06, 2023 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

আমার ধনভাণ্ডার। Donde viven las historias. Descúbrelo ahora