ছন্দে তালে মাতাল হইলায়
বুঝলায়নারে মন পাগলা
সাধের মানব জনম পাইয়ারে মন করলায় ছলা/কলা।।
দেনা পাওনা লইয়া ভাবিলায়
পারের কড়ি না নিলায়
লাভে মুলে খাস্তা দিলায়
দুনিয়ার মায়ায় পড়িয়া।
মানব জনম পাইয়ারে মন করলায় ছলা/কলা
কথা ও সুরঃ- বাউল শিমুল
أنت تقرأ
আমার ধনভাণ্ডার।
مستذئبসাধের বাউলা,কাল হইয়া জঞ্জাল পাকাইলো। স্বদেশে প্রবাসীর মতো,সন্যাসী বানাইলো। বাউলার প্রতি হয়ে আসক্ত,অভিশপ্ত আজ। তত্বীয়-স্বজন ভালবাসেনা,ঠাই দেয়না সমাজ। ধর্ম,কর্ম,রোজা,নামাজ করতে নাহি দিলো।