লিরিকঃ মানব জনম।

259 0 0
                                    

ছন্দে তালে মাতাল হইলায়

বুঝলায়নারে মন পাগলা

সাধের মানব জনম পাইয়ারে মন করলায় ছলা/কলা।।

দেনা পাওনা লইয়া ভাবিলায়

পারের কড়ি না নিলায়

লাভে মুলে খাস্তা দিলায়

দুনিয়ার মায়ায় পড়িয়া।

মানব জনম পাইয়ারে মন করলায় ছলা/কলা

কথা ও সুরঃ- বাউল শিমুল

আমার ধনভাণ্ডার। حيث تعيش القصص. اكتشف الآن