মৃত্যু

9 0 0
                                    

সবাই চলে যাবে
আমি কি থেকে যাবো?
রাত পোহালে নতুন দিনের শুরু
কে জানে কখন মরে যাবো?
সন্ধ্যা হতে হতে
আমার ঘরে ধেয়ে আসে আগরবাতীর সুগন্ধ
নিমিষেই হয়ে যেতে পারে আমার এই দুখানা চোখ বন্ধ
ভোর হলে পাখি ডাকে
তেড়ে আসে আমায় উড়িয়ে নিতে
ঝাঁকে ঝাঁকে
এই নির্জন দিনের কথা শুনায় কাকে?
আমি তো নয় কারো আপন
দুস্থ দুপুরে্র আলো কে ঘিরে থাকি
গুনছি মৃত্যুর আগে আর কি আছে করার বাকি
আমি যে বার বার করেছি এই জীবন কে ফাঁকি
চিন্তায় চিন্তায় থাকি
আমার এই পাপের বোঝা কোথায় যে রাখি।

আবরার রোমেলের কবিতাসমগ্রWhere stories live. Discover now