আমাদের দিনগুলি কাটে আফসোসে
আমাদের সময় ফুরিয়ে যায় বসে বসে
আমাদের স্বপ্ন ভঙ্গ দিনে দুপুরে
ঘুম আসে না,জাগ্রত আজও এই ভোরে।স্বয়ং কোনো শত্রু কিংবা বন্ধুর কাজ নয়
এই যে নিজেকে নিয়ে নিজের বানানো ভয়
যা চিরকাল আমার সঙ্গী হিসেবে রয়
দূরপাল্লার কাঁচা রাস্তায় দাঁড়িয়ে আমরা উভয়।প্রতিদিন নতুন নতুন শব্দ কানে বাজে
লজ্জা হয়,ইহা অদৌও কি আমায় সাজে?
পাতা জমেছে অনেক আমার আফসোসের গাছে
নিজেকে হাস্যকর মনে হয়,কেমনে যায় তার কাছে?