আমি মানুষ থেকে আলাদা হয়েছি নাকি
মানুষ আমার থেকে আলাদা হয়েছে তা জানিনা
এই শহরের কতো বিধি-নিষেধ
তেমন কিছুই তো মানিনা
আমার অতীত আমাকে মিশিয়ে রেখেছে
চাইলেও এই শহরের কোলাহল ভুলতে পারিনা
খুব সহজেই সব মায়ার ইতি টানা হয়ে গেছে
এখন আর এই শহরের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চেষ্টা করিনারৌদ্রঘেরা দিনে সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে যাওয়া
শীতের দিনে কুয়াশার সাথে দৌড় প্রতিযোগিতার মৌসুম
এই শহরে থেকেও আলাদা
চোখে জমা ক্ষনিকের ঘুম।