বড় অদ্ভুত লাগে এই শহর,এই মানুষ
বড় নির্জন মনে হয় এই বাঁকানো পথ।আমার অদ্ভুত মনে হয় এই চিরচেনা জলবিহীন দীঘি
আমার বিলীন মনে হয় আমার স্বপ্নের মধ্যে লাগানো কাঁটাতার।আমার নিবিড় হয়ে কাটানো বিকেল,
আমার পরিচিত লোকালয়ে রটানো গল্প ,
আমার হিংসায় জ্বলেপুড়ে ফেলে আসা বাস্তবতা,
অদ্ভুত লাগে আমার।আমার শৈশবের করা বড় ভুল ,
আমার বাড়ির পাশে ঝরে যাওয়া বকুল।
আমার সৃষ্টি করা শিল্প ,আমার ভেঙে যাওয়া ছোট স্বপ্ন।
বড়ই অদ্ভুত লাগে আমার।এই পৃথিবীর গৃহযুদ্ধে আমি আবদ্ধ যে,
আমার যে সব অদ্ভুদ মনে হয়,
এই দায় নেবে কে?