আমার কোনো শত্রু নেই

6 0 0
                                    

রাস্তায় ঠান্ডা হাওয়া,নীরবতার মুখোমুখি
মনে হয় কেউ আমার পিছনে কিংবা
কারো সাথে হবে আমার চোখাচুখি
এই নিয়ে নিজের মনে কত কি বকাবকি
কিন্তু এমন হওয়ার তো কথা না,
কিভাবে বুঝায় এই বেদনা ,
কারো তো আছে জানা,
আমার যে কোনো শত্রু নেই।

এই নির্জন রাত বড়ই স্তব্ধ
নাকে আসছে পচা নালির দূর্গন্ধ
হয়তো কেউ কিংবা কেউ নয় এতে মুগ্ধ
কাউকে তো বলার প্রয়োজন যে,
আমার নাকে আসছে সুগন্ধ
কিন্তু আমার মুখ বন্ধ কারণ
আমার তো কোনো বন্ধু নেই।

যেভাবে দালানের পর দালান মিলে যায়
আমার শরীরি ভাষা ততই হারিয়ে যায়
এই দালান হতে পারত পাহাড়
আর আমি চড়ে যায়
কিন্তু কার সাথে?
আমার তো কোনো বন্ধু নেই।

আবরার রোমেলের কবিতাসমগ্রOpowieści tętniące życiem. Odkryj je teraz