হ্যালুসিনেসন

620 31 0
                                    

পার্থবাবু  আবার চোখ খুললেন । সেই একি রকম পরিস্থিতি, নরক সমান, যা কিছুখন আগে তার জীবন কে পালটে দিয়েছে পুরপুরি। এখনো তিনি আবার সেই একি রকম পরিস্থিতির মুখোমুখি। তিনি পরে আছেন ঠিক সেই একই রকম ফ্ল্যাট এর ফ্লোরে, কিন্তু নড়াচড়ার ক্ষমতা নেই তার, গোঁটা শরীরটাই যেন অবশ হয়ে পরেছে। অনেক চেষ্টা করার পরও কিছুতেই তিনি মেঝে থেকে উঠতে পারলেন না । চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। হায় ভগবান! কি হচ্ছে তার সাথে! অনেক চেষ্টার পর তিনি তার মাথাটি সামান্য ওপরে তুললেন। তিনি লক্ষ করলেন ঘরে দুই ছায়ামূর্তি। একটি পুরুষ আরাকটি মহিলা । হটাত করে মহিলা টি আর্তনাদ করতে শুরু করলো......
"আমায় মারবেন না, আমি আপনার কি ক্ষতি করেছি? মারবেন না"
"আরে মারতে আবার কারণ লাগে নাকি?" পুরুষ ছায়ামূর্তির উত্তর!"
পুরুষ ছায়ামূর্তির গলা তার খুব চেনা চেনা মনে হল। কিন্তু তিনি কিছুতেই সঠিক ভাবে মনে করতে পারেলেনা যে গলাটি কার। তিনি লক্ষ করলেন যে মহিলা ছায়ামূর্তিটি হটাত করে কোন বস্তু দিয়ে পুরুষ ছায়ামূর্তির মাথায় জোরে প্রহার করলো। পুরুষ ছায়ামূর্তি টি এবার ক্ষিপ্ততার সাথে মহিলা ছায়া মূর্তির হাত থেকে সেই বস্তুটি কেঁড়ে নিয়ে  মহিলার মাথায় নিস্রংস ভাবে প্রহার করতে লাগলো। দেহটি মেঝের ওপর পরে গেল। কিন্তু তাতেও পুরুষটির শান্তি হয়নি। এবার সে পকেট থেকে ধারাল কিছু একটা বের করে মেঝেতে পরে থাকা দেহটির ওপর চালাতে লাগলো। কি অমানবিক। এই দৃশ্য দেখে পার্থ বাবুর চোখ থেকে জল বেড়িয়ে গেল। নাহ! তিনি কোনভবেই তার সামনে এরকম খুন করা বরদাস্ত করতে পারেন না। পার্থ বাবু তার শরীর এর সমস্ত শক্তি জড় করে উঠে দাঁড়ালেন, যেভাবেই হোক তাকেই এবার কিছু একটা করতে হবে। এটা এখন তার আর ভয় পাওয়ার সময় নয়। সময় নষ্ট না করে এক ঝাপ দিলেন তিনি সেই ছায়া মূর্তির ওপর। জাপটে ধরলেন যত জোরে সম্ভব।তিনি দেখলেন হাতের সামনেই একটা বস্তু আছে। এক হাত দিয়ে সমস্ত বল প্রয়গ করে কোন রকমে সেটি নিলেন নিজের হাতে, আর প্রহার করলেন সেই খুনির মাথায়। খুনি অজ্ঞান হয়ে পরে গেলো। ঘরে এখন নিস্থভধতা।কিন্তু বাইরে বৃষ্টি পরছে। একি? তিনি মেরে ফেললেন নাতো লোকটিকে? পার্থ বাবু হাঁটু গেরে বসলেন আর নিজের পকেট হাতড়াতে লাগলেন। না মোবাইলটি এখনো তার পকেটেই আছে। মোবাইল বের করে তিনি টর্চ অন করে আলো ফেললেন খুনির মুখ এর ওপর। ফেলা মাত্রই তিনি বুঝতে পারলেন খুনির গলাটি তার কাছে কেন এত পরিচিত লাগছিলো। এই গলা পরিচিত কারণ সেই মুখ আর কারো নয় সেই রহস্যময় খুনি ছায়া মূর্তির মুখ খোদ পার্থ বাবুরই!

সাইকোপ্যাথিWhere stories live. Discover now