০৫

6 0 0
                                    

মাত্রাতিরিক্ত চেতনাধারী

উৎসব হলো একটি অনুভূতি ;

উৎসব হলো আমাদের নিকট বিশেষ একটি দিন
এই দিন আনন্দ-উল্লাস-উদযাপন -এর।

তবে সব কিছুর যেমন তরুণত্ব হচ্ছে তেমনি উৎসবের বেলায়ও ভিন্ন ঘটে নি,

কোন-এক-সময়
যে কোন উৎসব মানেই ছিলো সকলের খোশ আলাপ, আনন্দ-হাসি, লোকজন রাশি-রাশি!

আজ তা পুরটাই ভিন্ন স্বরূপ -
আধুনিক ধ্বনি আর সুর এর অনেকাংশই দখল করে আছে ,
এবং হাতের ভ্রাম্যমাণ ছোট পাতলা চারকোণা  চতুর যন্ত্রটির কারণে সেই পরিবেশের বেপক পরিবর্তন হয়েছে।

সবার জানা তাও আমার মতো বলছি -

উৎসব পালনের চেয়ে অধিকাংশ দল-সকল তাদের মুখমণ্ডলের প্রতিচ্ছবি সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকে, বিরোধিতা করছি না তবে অতিরিক্ত পরিমাণে করার কারণেই বলছি অর্থাৎ তারা যদি অধিকাংশ সময়টাই প্রতিচ্ছবি বাদ দিয়ে উৎসবের প্রতি গুরত্ব আরোপ করেন তাহলে হয়তো তাহা প্রতিচ্ছবি সংরক্ষণের স্থানের চেয়ে বরং উৎসব-ই মনে হবে।
তবে কিছু কিছু মুহুর্তগুলো অবশ্যই প্রতিচ্ছবির মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারি,
হোক-না-কেন সে স্মৃতি সুখ কিংবা বেদনা :)

আবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কিছুদল সেই চতুর যন্ত্র-টি নিয়েই ব্যাস্ত থাকে।
(যেহেতু চতুর যন্ত্র-টি কেবল প্রতিচ্ছবি সংরক্ষণ-এর মাঝেই সীমাবদ্ধ নেই)

অন্যদিকে
মানসিক দিক দিয়ে চাংগা (তবে কিছুটা উল্টো) দলের কিছু সংখ্যক মানুষ-এর কাছে উৎসব মানেই হলো উঁচু-দালানের-উপর-শেষাংশে উঠে উচ্চ মাত্রার আওয়াজে 'হেব্বি বিট' -এ গান-বাজনা করা। এর প্রমাণ হয়তো ইতিমধ্যে আপনাদের মাঝে অনেকেই পেয়েছেন।

এবং এটাও -
বিজয় দিবসের অর্থ যদি হয়, রাত তিনটার দিকে তীব্র শব্দে মাইকে জোরে জোরে গান-বাজনা করে নাগরিকের ঘুম বিনষ্ট করা।
তাহলে, বিনয়ের সঙ্গে বলতে হয়,
এটা দেশপ্রেম নয়,
বরং এটি মাত্রাতিরিক্ত চেতনা ব্যবসায়ীদের অসভ্যতা।
- সয়ন কুমার রয়  (মোটা বর্ণের শব্দগুলো উনার)


এখন
প্রশ্ন জাগতে পারে,
তবে জ্ঞানকোষ বৃদ্ধি করলে উত্তর আপনা-আপনি সরল হবে। (:)

ধন্যবাদ প্রতিটি বাক্যে-শব্দগুলোর সমপরিমাণ!

Je hebt het einde van de gepubliceerde delen bereikt.

⏰ Laatst bijgewerkt: Nov 06, 2019 ⏰

Voeg dit verhaal toe aan je bibliotheek om op de hoogte gebracht te worden van nieuwe delen!

তরুণত্ব - অতিরিক্ত Waar verhalen tot leven komen. Ontdek het nu