শূন্যতায় পরিপূর্ণতা

37 9 0
                                    

আকাশের সৌন্দর্য করি উপভোগ,
              আমি অন্ধের দৃষ্টি নিয়ে।
পৃথিবীর বুকে করি হাটাহাটি,
              আমি পঙ্গুর পা দিয়ে।
থাকি সর্বদা পরিপাটি,
           ভিক্ষুকের সেই রাজসম্পত্তি লয়ে।
আমিই আজ সর্বোচ্চ পেটুক,
              দৈনিক অনাহারী হয়ে।
সয়ং মৎসরাজ উঠে হাজির,
                আমার ছোট্ট নায়ে।
গোলা ভরে গেছে ফসলে আমার,
           বহুল কাঙ্খিত সেই দূর্বাদল পেয়ে।
আজ আমি সর্বংসহা তাই,
          নিতান্তই সুখ আসবে বয়ে।
আমি আজ সম্পূর্ণ, পরিপূর্ণ,
           বিধায় হতস্বর্বস্ব করেছে বিয়ে।
মন আমার আজ ভরে গেছে,
           ধনকৃপনীদের সহায়তা পেয়ে।
তবুও স্বপ্ন আজ অতি দীর্ঘ,
           পুরনো ইতিহাস ভুলে গিয়ে।
.
পৃথিবীর চাকা ঘুরেনা আমার কর্মের দায়ে,
আর আমার চাকা ঘুরেনা উত্তম ভাগ্য পেয়ে।
.
হয়তো অবশেষে বলবে,
     পাগলে গেছে দেশটা ছেয়ে।
তবুও আমি বক্তব্য দিয়ে যাবো,
     নির্বাক বাচাল হয়ে।

বুকপকেটের কবিতাগুচ্ছ Opowieści tętniące życiem. Odkryj je teraz