পর্বঃ ২

1.1K 21 0
                                    


নিচে নামতেই মা বলল, আজ নাকি ছেলেপক্ষ দেখতে আসবে আমাকে। আমি তো রাগ করতেও পারছি না, বাবাকে কথা দিয়েছি। এখন বিয়ে ভাঙার একটাই উপায়, ছেলের সাথে কথা বলা। আচ্ছা আগে আসুক, তারপর দেখা যাবে।
ছেলেদের বাড়ির সবাই বিকালের দিকে আসলো। পুরো এক বাহিনী নিয়ে আসছে। ভালো প্রস্তাব এসেছে বলে, খালাও বাসায় চলে এসেছে। আমার অবশ্য কোন কাজই করতে হয়নি। আসলে ইচ্ছাই করছে না। বিয়েই যখন করব না, এসবের কি দরকার..😒
আমি খুব একটা সাজলাম না, মায়ের জোড়াজুড়িতে গোলাপী রঙের একটা শাড়ি পড়লাম শুধু। মাথায় কাপড় দিয়ে সবাইকে নাস্তা দিতে গেলাম। কারো দিকে তাকাতেই ইচ্ছা করছে না।
বুঝতে পারছি এরা সবাই আমাকে হাঁ করে দেখছে কিন্তু কি করবো, বসে থাকা ছাড়া আমার আর কাজ নেই।
সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো, যেন ভাইভা নিতে আসছে। কি কি রান্না পারি, মাকে কাজে সাহায্য করি কিনা, কতদূর পড়াশুনা করার ইচ্ছা ইত্যাদি ইত্যাদি।
বুঝলাম সবাই আমার উত্তরে সন্তুষ্ট। এরপর সেই আকাংখিত সময় আসলো, আমাকে পাত্রের সাথে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হলো..😁
খুব ভাব নিয়ে ছেলেকে ছাদে নিয়ে গেলাম। আজকে যুদ্ধ জয় করতেই হবে..✌
আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি, কেউই কথা বলছি না। এরকম একটা সাইলেন্ট মোবাইলকে আমি কিভাবে বিয়ে করবো? কথা বলেনা কেন?
হঠাৎ করে ছেলেটা বলে উঠল,
- আমি সৌরভ, তুমি?
- আমি আলো।( মনে মনে, মেয়ে দেখতে এসেছে নামটাও জেনে আসেনি)
- কলেজে ভর্তি হওনি?
- নাহ, পড়াশুনা ভালো লাগেনা।
- এটা ভালো গুণ নয়। পড়াশুনা না করলে নিজের পায়ে দাঁড়াবে কিভাবে?
- আমি পড়াশুনা করব না, তাতে আপনার কি?? আর শুনুন, আপনাকে আমি বিয়ে করবো না। তাই আমি কার পায়ের উপর দাঁড়ালাম সেটা নিয়ে আপনাকে ভাবতে হবেনা।
- কেন বিয়ে করবে না?
- আমার ইচ্ছা।
- ও আচ্ছা। আমারো তোমাকে বিয়ে করার কোন ইচ্ছা নেই।
- কেন?
- তোমার যখন ইচ্ছা নেই, জেনে কি করবা?
আমি উনার কথা শুনে চুপ করে গেলাম। হঠাৎ করে মনটাও খারাপ হয়ে গেলো। বান্ধবীদের কাছে শুনেছি, কাউকে রিজেক্ট করাটা অনেক আনন্দের। কিন্তু এই প্রথম কারো কাছে রিজেক্টেড হয়ে কান্না পেতে লাগলো।
আমি কিছু না বলেই নিচে চলে আসলাম। রুমে গিয়ে চুপচাপ বসে আছি। এমনসময় আমার খালাতো বোন নাইমা ছুটে এসে বলল, আপু, তোমাকে সবার খুব পছন্দ হয়েছে। খালুজানকে বিয়ের ডেট পাকা করতে শুনলাম।
-মানে কি? আজব লোক তো। একটু আগে বলল, আমাকে বিয়ে করবে না। এখন আবার লাফাতে লাফাতে হ্যাঁ বলে দিলো। লোকটাকে ভালো ভাবছিলাম। আর শেষমেশ আমার সাথেই এমন ঘটলো। রাগে কান্না করে দিলাম..😞
হঠাৎ কে যেন দরজার কাছে এসে কাশি দিলো..

সৌভাগ্যবতী Where stories live. Discover now