ঘাসফুল ৩

1 0 0
                                    

ঘাসফুল
পর্ব ৩
‌মারুফা সুলতানা


‌ “তাওহীদ! এইদিকে!”   চায়ে চুমুক দিয়ে ফোনটা হাতে নিতেই ডাকটা শুনে ক্যাফেটেরিয়ার এদিক ওদিক তাকালো তাওহীদ। 

“আরে ব্যাটা এইদিকে!” এবার পুরো ক্যাফেটেরিয়ার অপরপ্রান্ত থেকে ট্রে হাতে ভীর ঠেলে এগিয়ে আসতে দেখলো অভিকে। তাওহীদ তাকাতে বড় একটা হাসি দিয়ে হাত নাড়লো। তারপর ঠাশ করে ট্রে টা তাওহীদের সামনে রেখে চেয়ারে গা এলিয়ে দিলো। ডিকশনারিতে যদি ‘কোলাহল’ শব্দটার সাথে ছবি আর উদাহরণ অ্যাটাচ করার সিদ্ধান্ত নেয় অথোরিটি, তাহলে তারা অভির ছবি নির্দ্বিধায় লাগাতে পারে। ‘কোলাহল’ শব্দটার চলতি ফিরতি উদাহরণ হলো অভি। প্রতিটা কাজ সে করে আশেপাশের সবাই শুনছে নিশ্চিত করে।

  “এই কিনারের টেবিলে কি করিস! এমন মুখ লুকায় বসে আছিস যেন কার না কার গার্লফ্রেন্ডরে কিস করে পালায় আসছিস!” বলে নিজেই অট্টহাসিতে ফেটে পড়লো অভি।

অপরদিকে বিশম খেয়ে তাওহীদের এইমাত্র চুমুক দেওয়া গরম চা টা নাক মুখ দিয়ে বেরিয়ে এলো আর সামনে বসা মানুষটাকে স্প্রে করে দিলো। সামনে বসা হতভম্ব অভি চোখমুখ মুছে বিরক্তিতে বিরবির করে একটা গালি দিলো। তার নতুন হুগো বস শার্টটা আজই প্রথম পড়ে এসেছিল… তারপর যখন দেখলো তাওহীদের কাশি এখনো থামছে না তখন বন্ধুর পিঠে বার কয়েক হাত দিয়ে চাপড়ালো, পানির গ্লাস এগিয়ে দিলো।

‌“আমিতো মজা নেওয়ার জন্য বলছি, এত ভয় পাওনের তো কিছু নাই। সত্যি সত্যি কোনো ঘটনা ঘটাসনাই তো মামা?” চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো অভি।

‌ তাওহীদের কাশি অনেকটা উপশম হয়ে এসেছিল, একথা শুনে আবারও কাশতে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো।  আগুন আর পানি চোখে অভির দিকে তাকালো তাওহীদ।

“হোয়াট ননসেন্স! এসব ফালতু কথা কই পাস!”

‌অভি কয়েক মুহূর্ত সূক্ষ্মদৃষ্টিতে তাওহীদকে দেখলো।
অতঃপর চোখ বড়বড় করে বললো,
‌“দালমে কুছ তো কালা হে। বলনা  কি হইছে! আমি তোর বন্ধু লাগি না!”
   তাওহীদ বিরক্ত হতে যেয়েও হলো না। ‌অভি শুধু ওর বন্ধু হলে অনেক আগেই ওকে সব খুলে বলতো। কিন্তু অভি শুধু ওর বন্ধু না, সেজন্যেই হয়তো ওর মুখের দিকে তাকালে এ মুহূর্তে সে অভিকে দেখতে পাচ্ছে না। দেখছে ঐশির ভাইকে, শুভ্রর হবু শালা আর বন্ধুকে।

ঘাসফুল Where stories live. Discover now