আলোয়ে আঁধারে,মনে রেখে গেছে তারে ।দেখেছিলো নাকি ?মনে___রেখেছিলো নাকি ?সেদিন__ ।তবে ছুঁয়ে গেছে সে হৃদয়,বারে বারে ।
কথা হয়েছিলো তবু,কথা রাখেনি তো আর ।পাতার পর পাতা লেখা,জানি__ পাবো নাকো তার ।
ছিলো কি সে মধুর লেখা,নাকি ছিলো শুধু অহংকার।বুঝেছি কি অনেক আগে,তবে বুঝবে কি এ মন আমার ।
কেটে গেছে বছর যদিও,কাটেনি আমার সে প্রিয় ।এই সময়ের গতিবেগে ।তবু __থেমে গেছে বারে বারে ।
রয়ে গেছে কতো স্মৃতি,সয়ে গেছে তারই গীতি।বুঝিবে কি মন আমার ?মনে থাকিবে কি আমি তার ?