তোমাকে চাই
উনি আমাকে আটকে উনার দুহাত আমার দুপাশ দিয়ে দেয়ালে রেখে রাগে গজগজ করতে করতে বললেন, " তুমি আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলবা না।" " মৃদুল....আমার কথাটা একটু...."আমার কথাটা শেষ করার সুযোগ না দিয়ে উনি দেয়ালে প্রচন্ড জোড়ে ঘুসি মারলেন। চিৎকার করে বলে উঠলেন, "do u get it or not?" আমি কান্না ভরা চোখে বললাম, " অা...