২৪২০ সাল...
মানুষের বদলে প্রতিনিধিত্ব করছে রোবোহিউম্যান। এসব রোবোহিউম্যান আকৃতিগত দিক থেকে মানুষের মত হলেও এরা উৎপন্ন হয় যান্ত্রিক উপায়ে, কারখানায়। এমনকি এদের মধ্যে একটি নির্দিষ্ট অনুপাতে দেওয়া হয় মানুষের সমস্ত অনুভূতি, কাউকে কোনোটা কম, আবার কাউকে কোনোটা বেশি। এদের মৃত্যু নেই। কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদে এদেরকে অকেজো করে দেয়া হয়।
আর এই রোবোহিউম্যানদের প্রধান নেতা (পৃথিবীর সর্বপ্রথম রোবোহিউম্যান) এই সমস্ত কাজ নিয়ন্ত্রণ করেন। তিনি সমস্ত মানুষদের বন্দী করে রেখেছেন একটি বন্দীশালায়। এসব মানুষের মধ্য হতে বাছাই করে প্রতি মাসে একজন মানুষকে নির্ণয় করা হয়, যাকে বরণ করতে হয় নির্মম মৃত্যুকে।
আর সেদিন হলো রোবোহিউম্যান জাতির উল্লাসময় দিন....
YOU ARE READING
হিউম্যান-রোবোহিউম্যান (বৈজ্ঞানিক কল্পকাহিনী)
Science Fictionছোট একটি পাহাড়ের চূড়ায় বসে আছে একটি ছেলে, আর তার ঘন কালো চোখজোড়া দিয়ে দেখছে এতদিনের অজানা-অচেনা অপূর্ব এই পৃথিবীকে। খাঁচায় বন্দী পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন পৃথিবীকে দেখতে উড়াল দেয়, তারও ঠিক তেমনি অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে পুরো পৃথিবীটাকে চষে...