২.

139 24 23
                                    

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

১৫ বছর পর

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


১৫ বছর পর...

রোবোহিউম্যানদের নেতারা জরুরী বৈঠকে সমবেত হয়েছেন। সবার মুখেই চিন্তার ছাপ। তাদের কখনো এমন সমস্যার মুখে পড়তে হয়নি।

রোবোহিউম্যানদের নেতাপ্রধান রোবো ফিউরাস ফিল্ড রাগান্বিত স্বরে বললেন,
-"ঘটনাটি কখন ঘটেছে?"

বন্দীশালার প্রধান রোবো লিহান বললেন,
-"গতকাল রাতে আমরা প্রথম টের পাই। ছেলেটি ঠিক কখন পালিয়েছে তা জানি না।"

রোবো ফিউরাস গর্জে উঠে বললেন,
-"এতগুলো রোবোহিউম্যান প্রহরী, এত ডিভাইস থাকতে ছেলেটি কীভাবে পালালো?"

সবাই গম্ভীর হয়ে বসে রইলো।

প্রযুক্তিবিদ নেতা রোবো লানা বললেন,
-"মহামান্য রোবো ফিউরাস, বন্দীশালায় অবস্থানরত প্রত্যেকটি মানুষের মধ্যে ট্র্যাকার ডিভাইস লাগানো আছে, যার ফলে তারা যেখানেই থাকুক না কেনো সকল তথ্য আমরা জানতে পারি। কিন্তু ছেলেটির ক্ষেত্রে তার তথ্য তো দূরে থাকুক, তার অবস্থানটাও আমরা জানতে পারছি না।"

রোবো ফিউরাস শান্ত স্বরে বললেন,
-"কিন্তু এটা কিভাবে সম্ভব?"

হিউম্যান-রোবোহিউম্যান (বৈজ্ঞানিক কল্পকাহিনী)Where stories live. Discover now