নবীজীর গুন আর বলবো কারে
লা ইলাহা কলিমা যত উলামা
পাগল সাজাইলা কত দরবারে।।
১ঃ-
নবীজি নূরেরি সত্ত্ব ইসলামের তত্ত্ব
ত্রি ভুবন মত্ত জ্বীন ইনসানে।
আসমান ও জমিন এলাহী আলামিন
করিলা সৃজন যার খাতিরে।
২ঃ-
তরাইবা মা ফাতিমা
কি বলব মহিমা
মাস্তুলে আলী পাল দিলেন,উপরে
আবু বকর বাদাম,গুন টানে উসমান,
নৌকার কান্ডার খাত্তাব উমরে।
৩ঃ-
নবী ইসলামেরও তরী কথায় খাজুরি
হইলেন কান্ডারি কূল আখেরে
কান্ডারী হইয়া যাবেন তরী বাইয়া
হাসান হুসেন দাড়ি দুই কিনারে।
নবী প্রেমের প্রশংসা কি বলিবে আজহর শাহ
ঘুরিয়া ফিরি আমি দ্বারে দ্বারে।
#হামদ_নাথ
কলমেঃ- ফকির বাউল আজহর আলী
YOU ARE READING
প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্র
Poetryউনার গানের বিশেষ অংশঃ- # নবীজী ইসলামেরও তরী,(উনার) কথায় খাজুরি হইলেন কান্ডারি কূল আখেরে। কান্ডারী হইয়া যাবেন তরী বাইয়া হাসান হুসেন দাঁড়ি(শাক্ষি) দুই কিনারে। নবী প্রেমের প্রশংসা - কি বলিবে আজহর শাহ - ঘুরিয়া ফিরি আমি দ্বারে দ্বারে। # বাউল আজহর বলে হা...