প্রেম কাঁটা। পদকর্তাঃ- ফকির বাউল আজহর আলী।

5 0 0
                                    

প্রেম কাঁটা ফুটেছে যেজন দুঃখ সে জন জানে।
যার লাগিছে প্রেমের নেশা
নয়নে নাই অন্য দিশা,
পাগল বেশে ঘুরে বনে বনে রে..
দুঃখ সে জানে।

লোকের নিন্দা শত শত
শুনেনা সে অবিরত
কিঞ্চিৎ মাত্র ঢুকেনা তার কানে।
যোগ দিয়া সে একের ঘরে
উচ্চ সমুদ তুচ্ছ করে
নয়ন বান্ধা মাশুকের ধিয়ানে রে..
দুঃখ সে জানে।

ছাড়িয়া ভবের আশা ঘটিল কত দুর্দশা
তবু নেশা ছুটেনা তার মনে।
কত প্রেমিক ভবে আইলো
ধন্য এ সংসারে হইলো
লাইলী মরল মজনুর কারনে রে..
দুঃখ সে জানে।

ফাসিক প্রেমিক যারা
তার প্রেমেরি এমনি ধারা
লোকের কাছে ভাব দেখায় সে'জনে।
মুখে বলে গাজী গাজী
অন্তরে তার দাগাবাজি
আশিক উল্লাহ বুঝো মনে মনে রে...
দুঃখ সে জানে।

বাউল আজহর বলে হায়রে হায়
অসার এই জীবন যায়
মনের আশা পুরবেনি দরশনে।
দয়া কর অধিনেরে এই মিনতি করজোরে
রাহমাতিল্লাহ (নাম) শুনেছি কোরআনে রে...
দুঃখ সে জানে।

#পদকর্তাঃ- #ফকির_বাউল_আজহর_আলী।

প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্রDonde viven las historias. Descúbrelo ahora