এমন আজব কলের ঘর বানাইলো কোন কারিগরে
চিনলেনা মন তারে।(মনরে)..আট কুঠুরি নয় দরজা
তার মাঝে এক মহারাজা
পাঁচ খুটি ষোল প্রজা
বাস করে সেই ঘরে।দেয়াল ঘন্টা সময় মত
সদায় হুইসেল মারে
চার দারোয়ান চারিধারে
যার তার কাজে চেষ্টা করে।(মনরে).. দিলাল পুরে কলের ঘরে। (দিলাল-দিল)
হুসাই ভাই সারংগি করে। (হুসাই-হুশ)
ভুদাই টেন্ডল সর্বদায়
তার সাথে সাথে ঘুরেমূল মহাজন দেখতেয়াছে
যার তার কারবারে।
এর ভেতরে কেমনে মারে
বাদীরাম প্রধান সরকারে।বাউল আজহর বলে মন পাগেলা
যতক্ষন তর চক্ষু খোলা
কর যদি কামের ছাল্লা
জাগাও জ্ঞান বাবুরে।
সন্তুষ্ট করিয়া রাখ তোমার মালিকেরে।হয় কি না হয় তার ইচ্ছাময়
যোগ দিয়া চল একের ঘরে।চিনলেনা মন তারে........
ESTÁS LEYENDO
প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্র
Poesíaউনার গানের বিশেষ অংশঃ- # নবীজী ইসলামেরও তরী,(উনার) কথায় খাজুরি হইলেন কান্ডারি কূল আখেরে। কান্ডারী হইয়া যাবেন তরী বাইয়া হাসান হুসেন দাঁড়ি(শাক্ষি) দুই কিনারে। নবী প্রেমের প্রশংসা - কি বলিবে আজহর শাহ - ঘুরিয়া ফিরি আমি দ্বারে দ্বারে। # বাউল আজহর বলে হা...