চিনলেনা মন তারে। বাউল আজহর গীতি।

0 0 0
                                    

এমন আজব কলের ঘর বানাইলো কোন কারিগরে
চিনলেনা মন তারে।

(মনরে)..আট কুঠুরি নয় দরজা
তার মাঝে এক মহারাজা
পাঁচ খুটি ষোল প্রজা
বাস করে সেই ঘরে। 

দেয়াল ঘন্টা সময় মত
সদায় হুইসেল মারে
চার দারোয়ান চারিধারে
যার তার কাজে চেষ্টা করে।

(মনরে).. দিলাল পুরে কলের ঘরে। (দিলাল-দিল)
হুসাই ভাই সারংগি করে। (হুসাই-হুশ)
ভুদাই টেন্ডল সর্বদায়
তার সাথে সাথে ঘুরে 

মূল মহাজন দেখতেয়াছে
যার তার কারবারে।
এর ভেতরে কেমনে মারে
বাদীরাম প্রধান সরকারে। 

বাউল আজহর বলে মন পাগেলা
যতক্ষন তর চক্ষু খোলা
কর যদি কামের ছাল্লা
জাগাও জ্ঞান বাবুরে।
সন্তুষ্ট করিয়া রাখ তোমার মালিকেরে।

হয় কি না হয় তার ইচ্ছাময়
যোগ দিয়া চল একের ঘরে। 

চিনলেনা মন তারে........ 

প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্রNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ