ও মন,
তুমি ঘুরো রে কার মন্ত্রনায়/ভাবনায়?
বেঁত বাগানে চন্দন কি আর পাওয়া যায়?যারা ছিলো বাগানের মালী,
অতি যতন করে তারা ফুটাইছে কলি।।
(তুমি)অযতনে ফুল বাঁগানে কেমনে কলি ফুটাইবায়
(হায়রে হায়) বেঁত বাগানে চন্দন কি আর পাওয়া যায়।তাল গাছে বেল ধরেনি কখনো?
সকল বনে পাওয়া যায়না আগর আর চন্দন।
(তুমি)জহুরী বীহনে চন্দন কেমনে তারে খুজিবায়?
(হায়রে হায়) বেঁত বাঁগানে চন্দন কি আর পাওয়া যায়।।পূর্ব ছিটা কপালেতে যার
তারাই হইছে যোগ্য মালী ফুল বাগিচার।।
জিসিমে তার ফুলের কিছিম বাউল আজর গাইয়া যায়
(হায়রে হায়) বেত বাগানে চন্দন কি আর পাওয়া যায়।#বাউল_আজহর_গীতি।
![](https://img.wattpad.com/cover/263579518-288-k683090.jpg)
ESTÁS LEYENDO
প্রয়াত ফকির বাউল আজহরের গান ভান্ডার থেকে কিছু গান শেয়ার করার ক্ষুদ্র প্রয়াসমাত্র
Poesíaউনার গানের বিশেষ অংশঃ- # নবীজী ইসলামেরও তরী,(উনার) কথায় খাজুরি হইলেন কান্ডারি কূল আখেরে। কান্ডারী হইয়া যাবেন তরী বাইয়া হাসান হুসেন দাঁড়ি(শাক্ষি) দুই কিনারে। নবী প্রেমের প্রশংসা - কি বলিবে আজহর শাহ - ঘুরিয়া ফিরি আমি দ্বারে দ্বারে। # বাউল আজহর বলে হা...