ছবি: সংগৃহীত
বইয়ের নাম: পড়তে ভালোবাসি
লেখক: ড. রাগিব সারজানি
তরজমা: শামীম আহমাদ
পৃষ্ঠা সংখ্যা: ৫৬
মুদ্রিত মুল্য: ৬০/-
প্রকাশক: মাকতাবাতুল হাসান
সংক্ষিপ্ত পরিচিতি
কেতাবটি মূলত লেখকের القراءة منهج الحياة পুস্তিকার তরজমা। লেখক এতে আলোচনা করেছেন পড়ার গুরুত্ব, দৃষ্টিভঙ্গি, পড়াকে ভালোবাসতে শেখার পদ্ধতি ও পড়ার বিষয়বস্তু নিয়ে।
লেখক পরিচিতি
ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। তিনি ১৯৬৪ সালে মিশরের আল মুহাল্লা কুবরায় জন্মগ্রহণ করেন। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা-তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে-সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্ৰে ছত্ৰে। তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে ইউরোসার্জারি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ১৯৯২ খ্রিস্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ খ্রিস্টাব্দে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কর্মক্ষেত্রেও রয়েছে তার বিরাট পদচারণা। তার ফিরিস্তি নিম্নরূপ: অধ্যাপক : মেডিসিন অনুষদ, কায়রো বিশ্ববিদ্যালয়।
YOU ARE READING
কিতাব পর্যালোচনা (Book Reviews)
Randomকিতাব পড়তে পড়তে যেসব কিতাব দিল চাঙ্গা করে, নতুন করে চিন্তা-ফিকির করাতে শেখায়, সবার জন্য পড়াটা জরুরী মনে করি, সেগুলো এখানে জমা করতে থাকবো... রিভিউ কাজে না দিলেও রিভিউয়ের কিতাবগুলো আপনার জিন্দেগীকে খুবসুরত করার ক্ষেত্রে কোনো না কোনো অবদান বা ভূমিকা রা...