বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী: আত্মপরিচয়ের পয়লা সবক
ছবি: সংগৃহীত
'মুসলমান বাঙ্গালী হতে পারবে কিনা' বিগত আড়াইশো বছরেরও বেশি সময় ধরে দোনো তরফ থেকে আলাপ হয়েছে, হচ্ছে এবং একটা নির্দিষ্টকাল তক এ আলাপ ভবিষ্যতেও দায়েম-কায়েম থাকবে। প্রাচীন বঙ্গে পৌত্তলিক-আর্য-ব্রাহ্মণদের জুলুমে বৌদ্ধরা তো দূর কি বাত, খোদ তথাকথিত 'নিচু জাতের' হিন্দুদের জিন্দেগি যেখানে দুর্বিষহ, শূদ্র ও বৌদ্ধের মুখের জবান 'বাঙ্গালা' যখন ব্রাহ্মণদের গজবের আগুনে পুড়ে খাক হওয়ার উপক্রম, ঠিক এমন মসিবতে জর্জরিত লহমায় ইখতিয়ার-উদ-দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিদের বাংলা দখল, পরদেশী হয়েও পুরাদস্তুর বাঙ্গালী বনে যাওয়া, বাংলা ভাষাকে কবুল করা, হিন্দু-মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থান, পরম সত্য ও সুন্দর দীনে ইসলামে মানুষের দলে দলে দাখেল হওয়া, তাঁদের ইনসাফওয়ালা হুকুমত ও সমৃদ্ধ তাহজিব-তমদ্দুন - সুরুজের আলোর মত পষ্ট ও সত্য এ ঘটনাপ্রবাহকে একমাত্র অন্ধ-বিদ্বেষী ও বক্রমনের মালিক ছাড়া আর কেউ অবিশ্বাস করে না। দীর্ঘ ছয় শতাব্দী যাবৎ বাংলায় মুসলিমদের সমৃদ্ধ ও ইনসাফী শাসনের পরেও আজকালকার লেখা ইতিহাসের পাতায় নিজের গরহাজিরি দেখে, যখন ৯০% মুসলমান-অধ্যুষিত পূর্ববঙ্গে যখন 'হাজার বছরের বাঙালি'র বয়ানে ইসলাম ও মুসলিমের আকিদা-বিশ্বাস, হুকুমত, সমাজে উঠাবসা, আচার-অনুষ্ঠান, চালচলন, বাতচিত, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, এমনকি মুখের জবানটাও অপাংক্তেয় হিসাবে দেখতে পায়, নিজের আত্মপরিচয় নিয়ে সচেতন বাঙ্গালী মুসলমান যখন তার শিকড়ের মূলোৎপাটনকে অনুভব করে, তখনই আসলি জরুরত হয়ে দাঁড়ায় আত্মপরিচয়ের সুলুকসন্ধানের। মননশীল লেখক ফাহমিদ-উর-রহমানের 'বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী' সেই সুলুকসন্ধানের এক Introductory (এবতেদায়ি), তবে Short (মোখতাসার) ও Comprehensive (জামে') কোশেশ। ৯০ পেজের এই বইটি মক্তব প্রকাশন থেকে প্রকাশিত।
YOU ARE READING
কিতাব পর্যালোচনা (Book Reviews)
Randomকিতাব পড়তে পড়তে যেসব কিতাব দিল চাঙ্গা করে, নতুন করে চিন্তা-ফিকির করাতে শেখায়, সবার জন্য পড়াটা জরুরী মনে করি, সেগুলো এখানে জমা করতে থাকবো... রিভিউ কাজে না দিলেও রিভিউয়ের কিতাবগুলো আপনার জিন্দেগীকে খুবসুরত করার ক্ষেত্রে কোনো না কোনো অবদান বা ভূমিকা রা...