17 0 0
                                    

বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী: আত্মপরিচয়ের পয়লা সবক

বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী: আত্মপরিচয়ের পয়লা সবক

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

ছবি: সংগৃহীত

'মুসলমান বাঙ্গালী হতে পারবে কিনা' বিগত আড়াইশো বছরেরও বেশি সময় ধরে দোনো তরফ থেকে আলাপ হয়েছে, হচ্ছে এবং একটা নির্দিষ্টকাল তক এ আলাপ ভবিষ্যতেও দায়েম-কায়েম থাকবে। প্রাচীন বঙ্গে পৌত্তলিক-আর্য-ব্রাহ্মণদের জুলুমে বৌদ্ধরা তো দূর কি বাত, খোদ তথাকথিত 'নিচু জাতের' হিন্দুদের জিন্দেগি যেখানে দুর্বিষহ, শূদ্র ও বৌদ্ধের মুখের জবান 'বাঙ্গালা' যখন ব্রাহ্মণদের গজবের আগুনে পুড়ে খাক হওয়ার উপক্রম, ঠিক এমন মসিবতে জর্জরিত লহমায় ইখতিয়ার-উদ-দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিদের বাংলা দখল, পরদেশী হয়েও পুরাদস্তুর বাঙ্গালী বনে যাওয়া, বাংলা ভাষাকে কবুল করা, হিন্দু-মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থান, পরম সত্য ও সুন্দর দীনে ইসলামে মানুষের দলে দলে দাখেল হওয়া, তাঁদের ইনসাফওয়ালা হুকুমত ও সমৃদ্ধ তাহজিব-তমদ্দুন - সুরুজের আলোর মত পষ্ট ও সত্য এ ঘটনাপ্রবাহকে একমাত্র অন্ধ-বিদ্বেষী ও বক্রমনের মালিক ছাড়া আর কেউ অবিশ্বাস করে না। দীর্ঘ ছয় শতাব্দী যাবৎ বাংলায় মুসলিমদের সমৃদ্ধ ও ইনসাফী শাসনের পরেও আজকালকার লেখা ইতিহাসের পাতায় নিজের গরহাজিরি দেখে, যখন ৯০% মুসলমান-অধ্যুষিত পূর্ববঙ্গে যখন 'হাজার বছরের বাঙালি'র বয়ানে ইসলাম ও মুসলিমের আকিদা-বিশ্বাস, হুকুমত, সমাজে উঠাবসা, আচার-অনুষ্ঠান, চালচলন, বাতচিত, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, এমনকি মুখের জবানটাও অপাংক্তেয় হিসাবে দেখতে পায়, নিজের আত্মপরিচয় নিয়ে সচেতন বাঙ্গালী মুসলমান যখন তার শিকড়ের মূলোৎপাটনকে অনুভব করে, তখনই আসলি জরুরত হয়ে দাঁড়ায় আত্মপরিচয়ের সুলুকসন্ধানের। মননশীল লেখক ফাহমিদ-উর-রহমানের 'বঙ্গ বাঙ্গালা বাঙ্গালী' সেই সুলুকসন্ধানের এক Introductory (এবতেদায়ি), তবে Short (মোখতাসার) ও Comprehensive (জামে') কোশেশ। ৯০ পেজের এই বইটি মক্তব প্রকাশন থেকে প্রকাশিত।

কিতাব পর্যালোচনা (Book Reviews)Donde viven las historias. Descúbrelo ahora