ছবি: সংগৃহীত
কেতাবের নাম: ইসলামিক ম্যানারস জীবনঘনিষ্ঠ আদব শিষ্টাচার
লেখক: শায়খ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
তরজমা: আলী আহমাদ মাবরুর
প্রকাশক: প্রচ্ছদ প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ১২৩
প্রচ্ছদ মূল্য: ২০০/-
লেখক পরিচিতি: লেখকের জীবনী পড়তে এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়তে পারবেন: https://drive.google.com/file/d/1vWTWqdQT0I05-kDObtYdM1VYrcZ8g2Pg/view
লেখকের একটি প্রসিদ্ধ্ব ও উল্লেখযোগ্য উক্তি:
ছবি: সংগৃহীত
কেতাবের বিষয়বস্তু: কিতাবটি রোজানা জিন্দেগির বিভিন্ন কিসিমের সামাজিক আদব-আখলাকের ইসলামী অবস্থান নিয়ে রচিত। ইসলামী তাহজিবে আদব-আখলাক খুবই জরুরি বিষয়, কারণ এর তাসির ব্যক্তি-সমাজ-রাষ্ট্র তিন ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। ফিরিঙ্গি তাহজিব-তমদ্দুন, আধুনিকতাবাদ ও শিল্প-পুঁজিবাদের (Industrial Capitalism) এর কুপ্রভাবে মানুষের নৈতিকতা, পরস্পর সম্প্রীতি, আদব-আখলাক ইত্যাদি আবাল-বৃদ্ধ-বর্ণিতা নির্বিশেষে সবার থেকে ঝেটিয়ে বিদায় নিচ্ছে। ফলাফলস্বরূপ মানুষের জিন্দেগী এক টুকরা জিন্দা জাহান্নামে পরিণত হয়েছে, মানুষ মানুষের থেকে কাঙ্ক্ষিত আচরণ না পাওয়ায় দুঃখে কালাতিপাত করছে, ফর্মালিটিসের খাতিরে কিছু নৈতিকতা ও সম্প্রীতি টিকে আছে। রুহানিয়াতের (আধ্যাত্মিকতা) অভাবেও এ বিষয়গুলো তৈয়ার হয়েছে বটে, মানব জীবনের এ সংকটকে যারা উপলব্ধি করে কলম ধরেছেন তাঁদের একজন হলেন শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.।
YOU ARE READING
কিতাব পর্যালোচনা (Book Reviews)
Randomকিতাব পড়তে পড়তে যেসব কিতাব দিল চাঙ্গা করে, নতুন করে চিন্তা-ফিকির করাতে শেখায়, সবার জন্য পড়াটা জরুরী মনে করি, সেগুলো এখানে জমা করতে থাকবো... রিভিউ কাজে না দিলেও রিভিউয়ের কিতাবগুলো আপনার জিন্দেগীকে খুবসুরত করার ক্ষেত্রে কোনো না কোনো অবদান বা ভূমিকা রা...