(18)

7 1 0
                                    

সবকিছু avoid করতে পারলেই জীবনটা সুন্দর। কে কি বললো, কিছু মানুষকে, নিজের ইমোশনকে, কিছু ইচ্ছে বারণকে avoid করতে পারলে তোমার সবকিছু সুন্দর। তখন দেখবে তোমাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। কিন্তু এই avoid করাটাই আমাদের জন্য বড্ড কঠিনতম কাজ যেটা আমরা চাইলেও পারি না।❤️‍🩹 এই যেমন আমরা কোনো কাজ করতে গেলেই ভাবতে থাকি কাজটা করবো তো!? লোকে কি ভাববে, লোকে কি বলবে ব্লা ব্লা কত কি! কিছু মানুষ আমাদের খুব আঘাত করে, আমাদের ক্ষতি করতে দুবার ভাবে না তারা আমাদের কখনোই ভালো চায় না; তাদের আমরা লোকলজ্জার ভয়ে avoid করতে পারি না। কিন্তু আমাদের তাদেরকে খুব বাজেভাবে avoid করা উচিত। আমরা তা জেনেও সেটা করতে পারি না। আমাদের ইচ্ছে হয় কিন্তু সেটায় বারণ বেশি ওই ইচ্ছেটা পূরণের ক্ষেত্রে আমাদেরকে খুব মারাত্মকভাবে আঘাত করে। কারণ সেটা পূরণে আমাদের শত বাধা থাকে। ইচ্ছেকে ধরে রাখা কঠিন কিন্তু আমাদের ভালোর জন্য হলেও সেই ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে দেয়া ভালো।
~আর আমাদের ইমোশন😅
সেটা তো আর ধরে রাখা যায় না। ইমোশনের কারণে অনেক সময় আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে থাকি। তখন আমাদের ওই ভুল ডিসিশনটার জন্য প্রচুর ভুগতে হয়, প্রচুর সাফার করতে হয়।🙂💔 তাই বলবো জীবন সুন্দর করতে হলে কিছু ইচ্ছেকে মাটি চাপা দাও, কিছু চাওয়া পাওয়াকে মাটি চাপা দাও। সবকিছুই avoid করো। দেখবে কষ্ট হলেও সমাজে লোক দেখানো ভালো থাকবে, লোক দেখানো জীবন সুন্দর হবে।😌

অনুভূতি Where stories live. Discover now