বৃষ্টি

4 1 0
                                    

বৃষ্টি

বৃষ্টি!..... বৃষ্টি!! ….  বৃষ্টি!!!.........
রিমিঝিমি সুরে একটানা ঝরছে,
নীরবে কি যেন চাইছে বলতে।

জানালার পাশে বসা উদাস মনের কবি-
দৃষ্টি তার, সবুজ ফসলের সায়রের দিগন্তে বিলীন।

মাঝে মাঝে হিম-বাতাসের ঝাপটা বয়ে আনে বৃষ্টির ছটা,
শিহরণ জাগে তায় মনে দেয় দোলা।

আকুল প্রাণচায় বলতে, হিমবাতাস তুমি-
পৌঁছে দাও আমার কথা-
প্রিয়জনের পরে।

প্রতুত্তরে, একরাশ জলকণা উপহার দেয় পবন।

নির কণার অঝোর ধারার মাঝে-
দিগন্তে মুছে যায়-
মিহির শেষ লালিমা-টুকু।

তিমির ঘনিয়ে আসে-
এই মহী-পরে।

কিন্তু এখনো সেই রিমিঝিমি অঝোর ধারার সুর
কানে বাজছে কবির।

তার শান্ত-হৃদয়ের স্মৃতিকে-
আলোড়িত করে দিচ্ছে।

বৃষ্টি/RainDonde viven las historias. Descúbrelo ahora